কিনতে পারবেন না বলে বিক্রেতা অপমান করায় অদ্ভূত বদলা নিলেন ক্রেতা

চীনে ফুটপাতের নুডলস বিক্রেতার অপমানের বদলা নিতে গিয়ে এক ব্যক্তির প্রতিক্রিয়া ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে। বিক্রেতা নুডলস কেনার সামর্থ্য নেই বলে ওই ব্যক্তিকে অপমান করায় তিনি এমন কাণ্ড করে বসেছেন যে, যার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ছড়িয়েছে।
সোমবার হংকংভিত্তিক সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, চীনের শানডং প্রদেশে ওই ঘটনাটি ঘটেছে। অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি রাতের বাজারে গিয়ে বিক্রেতার কাছে অপমানিত হয়েছিলেন। তিনি বিক্রেতাকে বলেছিলেন, ‘এক বাটি ইনস্ট্যান্ট নুডলসের দাম ১৪ ইউয়ান (বাংলাদেশি ২০০টাকার বেশি)। এটা অনেক বেশি হয়ে যায়।’
• আরও পড়ুন: ইমরানের হীরায় খচিত ২০০ কোটি রুপির বিলাসবহুল ঘড়ি বিক্রির গল্প
এ সময় বিক্রেতা তাকে ব্যাখ্যা করে বিষয়টি বোঝানোর চেষ্টা করেন। নুডলসে কী কী দেওয়া হয়, সেই বিষয়ে জানতে চান ক্রেতা। নুডুলস বিক্রেতা তাকে বলেন, তিনি একটি ডিম ও দুটি সবজির পাতা ব্যবহার করেছেন।
— (@Colorfu33624983) July 25, 2023
‘প্রতি বাটি নুডলস ১৪ ইউয়ানে বিক্রি করা কীভাবে সম্ভব? এটা অনেক চড়া দাম, তাই নয় কি?’, বলেন ক্রেতা। জবাবে বিক্রেতা কোনও কথা না বলে ওই ব্যক্তিকে দূরে সরিয়ে দেন। তারপরও ওই ব্যক্তি বেশি দামের কারণ জানতে জান।
তখন বিক্রেতার ছেলে উঠে দাঁড়িয়ে চিৎকার করেন। তিনি বলেন, ‘যদি তোমার এত দামে কেনার সামর্থ্য না থাকে, তাহলে এখান থেকে চলে যাও।’ এই কথা শুনে ক্ষোভে ফেটে পড়েন ক্রেতা। তিনি প্রত্যেকটি নুডলসের প্যাকেটের দাম জানতে চান এবং বলেন, সব নুডলসই তিনি কিনে নেবেন।
পরে তিনি মোট ৮৫০ ইউয়ান পরিশোধ করেন এবং নুডলস প্যাকেটগুলো দোকান থেকে মাটিতে একের পর এক ছুড়ে মারেন। এই ঘটনায় ওই ব্যক্তিকে অতিরিক্ত জরিমানাও গুনতে হয়েছে বলে জানিয়েছে সাউথ চায়না মর্নিং পোস্ট।
বিক্রেতা বলেন, আমার ছেলে ক্ষমা চেয়েছে। কিন্তু তাতে কোনও কাজ হয়নি। ‘আমি কি আমার নিজের পণ্যগুলো নষ্ট করতে পারি না?’, নুডলস বিক্রেতাকে বলেন ওই ব্যক্তি।
এই ঘটনার ভিডিও চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। একজন ব্যবহারকারী ভিডিওর নিচে মন্তব্য করেছেন, ‘সে তিরস্কার করেছে এবং তুমি তাকে ৮৫০ ইউয়ান দিয়ে পুরস্কৃত করেছো। তুমি কি ঠিক আছো?
এসএস