পশ্চিমবঙ্গে ট্রেনের ধাক্কায় কর্মরত ৩ রেলকর্মী নিহত

ভারতের পশ্চিমবঙ্গে এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় কর্মরত তিন রেলকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শনিবার (৩ এপ্রিল) সকালে পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, শনিবার সকালে কলকতার হাওড়া স্টেশন থেকে হায়দ্রাবাদের সেকেন্দরাবাদ স্টেশনের উদ্দেশে রওয়ানা হয় ফলুকনামা এক্সপ্রেস। সকাল ১০টার দিকে খড়গপুরের আগে ডুয়া ও বালিচক স্টেশনের মধ্যে এই দুর্ঘটনা ঘটে।
হতাহতের শিকার কর্মীরা রেললাইনে কাজ করছিলেন। দ্রুতগতির এই ট্রেনটি সেখানে কর্মরত ৪ রেলকর্মীকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় ৩ জন। বাকি একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে উদ্ধার করে খড়গপুর রেল হাসপতালে নিয়ে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন, বাপি নায়েক, নৃপেন পাল ও মানিক মণ্ডল। আহত রেলকর্মীর নাম কিষণ দেশড়া।
এদিকে যে লাইনে রেলকর্মীরা কাজ করছিলেন সেখানে কী করে একটি এক্সপ্রেস ট্রেন ঢুকে গেল তা নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। কার গাফিলতিতে এই দুর্ঘটনা ঘটেছে, সেটাও তদন্ত করে দেখা হচ্ছে।
রেল কর্মকর্তা আদিত্য চৌধুরী বলেন, ‘একটি দুর্ঘটনার খবর পেয়েছি। কী কারণে এমন দুর্ঘটনা হলো তা খতিয়ে দেখা হচ্ছে। এখনও পর্যন্ত বিস্তারিত কিছু জানা যায়নি। তদন্ত করে দেখা হচ্ছে। প্রয়োজনীয় সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
ভারতের দক্ষিণ-পূর্ব রেলের প্রধান জনসংযোগ কর্মকর্তা সঞ্জয় ঘোষ বলেছেন, ‘৩ জন রেলকর্মীর মৃত্যুর ঘটনা ঘটেছে। খুব দুঃখজনক ঘটনা। তদন্ত হবে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
টিএম