টিকা নেওয়ার পর করোনায় আক্রান্ত আর্জেন্টিনার প্রেসিডেন্ট

দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ করোনায় আক্রান্ত হয়েছেন। শুক্রবার এক টুইটবার্তায় এ তথ্য জানিয়েছেন তিনি নিজেই।
চলতি বছরের শুরু দিকে রাশিয়ার করোনা টিকা স্পুটনিক ৫ নিয়েছিলেন ৬২ বছর বয়স্ক ফার্নান্দেজ। দেশটির সরকারি সূত্র জানিয়েছে, টিকা নেওয়ার পর এতদিন শারীরিকভাবে সুস্থই ছিলেন তিনি; কিন্তু সম্প্রতি দেহে করোনার লক্ষণ দেখা দেওয়ায় টেস্ট করান, সেখানে করোনা ‘পজিটিভ’ রিপোর্ট আসে তার।
শুক্রবার এক টুইটবার্তায় আর্জেন্টিনার প্রেসিডেন্ট বলেন, ‘রিপোর্টে করোনা পজিটিভ এসেছে। বর্তমান শারীরিক অবস্থা ভালো। কোনো অসুস্থতা বোধ করছি না।’
বিশ্বের দেশগুলোতে করোনার দৈনিক সংক্রমণ ও মৃত্যুর হালনাগাদ তথ্য রাখছে যুক্তরাষ্ট্রের জন হপকিন্স পরিচালিত ওয়েবসাইট করোনা ওয়ার্ল্ডোমিটার। ওয়েবসাইটটি বলছে, করোনায় আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে বিশ্বের দেশগুলোর মধ্যে ১৩ নাম্বার অবস্থানে আছে আর্জেন্টিনা। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে করোনায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ লাখ ৭৩ হাজার ১৫৩, মারা গেছেন ৫৬ হাজার ২৩ জন।
গত জানুয়ারি থেকেই আর্জেন্টিনায় শুরু হয়েছে গণটিকাদান কার্যক্রম। এ কার্যক্রমে ব্যবহারের জন্য চারটি করোনা টিকার অনুমোদন দিয়েছে দেশটির স্বাস্থ্যবিভাগ। এগুলো হলো— রাশিয়ার করোনা টিকা স্পুটনিক ৫, ভারতের সেরাম ইন্সটিউটিটের করোনা টিকা কোভিশিল্ড, চীনের করোনা টিকা সিনোভ্যাক এবং অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকা।
সূত্র: রয়টার্স
এসএমডব্লিউ