চীনের জনপ্রিয় গেম নির্মাতাকে বিষপ্রয়োগে হত্যা

চীনের জনপ্রিয় কম্পিউটার গেম নির্মাতা প্রতিষ্ঠান ইউজু’র প্রধান নির্বাহী লিন কুই’কে (৩৯) বিষপ্রয়োগে হত্যা করা হয়েছে।
গত ২৫ ডিসেম্বর ক্রিসমাস ডে’র দিন এ ঘটনা ঘটে বলে এক বিবৃতিতে জানিয়েছে সাংহাই পুলিশ।
সাম্প্রতিক জনপ্রিয় টিভি সিরিজ ‘গেম অব থ্রোনস’ এর আদলে ইউজু’র প্রস্তুতকৃত কম্পিউটার গেম ‘গেম অব থ্রোনস: উইন্টার ইজ কামিং স্ট্যাটেজি গেম’ বিশ্বজুড়েই গেমারদের কাছে বেশ জনপ্রিয়।
বিবৃতিতে বলা হয়, এই হত্যার পেছনে লিন কুই এর সাবেক সহকর্মী জুহু নামের এক ব্যাক্তির হাত রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। ঘটনার তদন্তে এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, তিনিই এ ঘটনায় মূল সন্দেহভাজন ব্যাক্তি।
কম্পিউটার গেম নির্মাতা লিন কুই এর অর্থের পারিমাণ ৬.৮ বিলিয়ন ইউয়ান (১.৩ বিলিয়ন ডলার বা ৭৮০ মিলিয়ন পাউন্ড)। চীনে সম্পদশালী ব্যাক্তিদের তালিকা ‘হুরুন চায়না রিচ লিস্ট’- এ নাম রয়েছে তার।
লিন’র মৃত্যুর খবর প্রচার হওয়ার পর শোক জানাতে শুক্রবার ইউজু’র অফিসে সমবেত হয়েছিলেন তার বেশ কয়েকজন বর্তমান ও সাবেক সহকর্মী।।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে নিজস্ব অফিসিয়াল উইবো মাইক্রোব্লগে একটি আবেগপূর্ণ বিবৃতি দিয়েছে ইউজু।
সেখানে বলা হয়েছে, ‘শুভ বিদায় হে তারুণ্য। আমরা আবার একত্রিত হবো, একে অপরের প্রতি সদয় থাকবো, ভালো’র পক্ষে আমাদের বিশ্বাস এবং খারাপের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে’।
ইউজু’র এই পোস্টের নিচে হাজার হাজার কমেন্ট পড়েছে নেটিজেনদের; এবং উইবো’তে এই পোস্টটি দেখা হয়েছে ২৯ কোটি (২৯০ মিলিয়ন) বার।
‘গেম অব থ্রোনস: উইন্টার ইজ কামিং’র এর পাশাপাশি চীনা সাই-ফাই উপন্যাস ‘থ্রি-বডি প্রবলেম’ এর চলচ্চিত্রায়ন সংক্রান্ত প্রকল্পের সঙ্গে যুক্ত ছিলো ইউজু।
এই প্রকল্প থেকে যে প্রত্যাশা ছিল, সে অনুযায়ী সফল না হলেও তা বন্ধ করেনি প্রতিষ্ঠানটি।
গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রভিত্তিক ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে এই সাই-ফাই উপন্যাসের চলচ্চিত্ররূপ প্রচারের অনুমতি পায় লিন কুই এর প্রতিষ্ঠান।
গেম অব থ্রোনস ছাড়াও ‘ব্রাউল স্টারস’ নামের আরেকটি জনপ্রিয় গেম তৈরি করেছে ইউজু।
সূত্র: বিবিসি
এসএমডব্লিউ/এএস