পশ্চিমবঙ্গে ‘বাংলা দিবস’ পয়লা বৈশাখই

পয়লা বৈশাখের দিনই ‘বাংলা দিবস’ পালন করবে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। আর রাজ্য সঙ্গীত হচ্ছে রবীন্দ্রনাথের ‘বাংলার মাটি বাংলার জল’ গানটি।
রাজ্য বিধানসভায় গতকাল এক ঘণ্টার বিতর্ক শেষে এ দুই সিদ্ধান্ত এসেছে। তবে আলোচনায় অংশ নিয়ে সরকারের এই সিদ্ধান্তে আপত্তি জানিয়ে ইতিহাস বিকৃতির অভিযোগ তুলেছে বিজেপি।
এরআগে রাজ্যের নাম বদলের বিষয়ে তৃণমূল সরকারের সিদ্ধান্ত নিয়ে বিরোধীদের আপত্তি ছিল। সেই জটিলতার জেরে সিদ্ধান্ত কার্যকর করা যায়নি। তবে ‘বাংলা দিবস’ এবং বাংলার গান চূড়ান্ত করা হবে রাজ্য সরকারের নির্দেশনামায়। এ নিয়ে বিরোধীদের আপত্তি বা রাজ্যপালের সম্মতির প্রয়োজন হবে না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
তবে গতকালের বিতর্কে সরকারি প্রস্তাবের বিরোধিতা করে বিরোধী দলনেতা শুভেন্দু দাবি করেছেন, ‘এই প্রস্তাবের পরিণতিও হবে রাজ্যের নাম বদলের মতো। মুখ্যমন্ত্রীকে বিশ্ববিদ্যালয়ের আচার্য করার মতো। রাজ্যপাল সই করবেন না।’
এর জবাবে মমতা পাল্টা বললেন, রাজ্যপাল সই না করলে কিছু যায়-আসে না। দেখব, কার শক্তি বেশি! রাজ্যের মানুষের, না মনোনীত এক জনের (রাজ্যপালের)।
পশ্চিমবঙ্গের জন্য বিশেষ দিন ও গান বাছাইয়ের উদ্যোগের পিছনেও রয়েছে বিতর্কই। চলতি বছরের ২০ জুন রাজ্যপাল বোস রাজভবনে ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালন শুরু করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ১৯৪৭ সালের ২০ জুন অবিভক্ত বাংলার আইনসভায় হওয়া বাংলা ভাগের ওপরে ভোটাভুটির ঘটনাকে সামনে রেখে এই দিবস পালন করা শুরু হয়। তবে তখনই আপন্তি জানিয়ে এই সিদ্ধান্ত বাতিলের জন্য রাজ্যপালকে চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।
‘বাংলা দিবস’ স্থির করার সরকারি সিদ্ধান্তের প্রেক্ষাপট ব্যাখ্যা করে গতকাল বিধানসভায় মমতা বলেন, সব কিছু চাপিয়ে দিলে আমরা মেনে নিতে পারব না। যদি আমরা কিছু না করি, তা হলে একটা ভুল দিন থেকে যাবে। আগামী প্রজন্মের কাছে সেই ভুল দিন রয়ে যাবে।
এনএফ