জন্মদিনে এর চেয়ে সেরা উপহার হতেই পারে না, পার্কে ঘটল আশ্চর্য ঘটনা

‘যেখানে দেখিবে ছাই, উল্টাইয়া দেখ তাই; পাইলেও পাইতে পারো অমূল্য রতন’। বাংলার এ প্রবাদবচনটি অবশ্য সবার জানা। বাস্তবে রতন পেতে ছাই উল্টাইতে না হলেও এমন ঘটনরা ঘটেছে যুক্তরাষ্ট্রে। জন্মদিনে এমন এক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে সাত বছরের এক শিশু কন্যা। জন্মদিনে উৎসবে পরিবার নিয়ে স্থানীয় পার্কে বেড়াতে গিয়ে সে কুড়িয়ে পায় একটি হিরার টুকরো। সবাই বলছেন, জন্মদিনে এর চেয়ে সেরা উপহার হতেই পারে না।
কিন্তু প্রশ্ন হলো, পার্কে হিরা এলো কোথায় থেকে? মূলত এ ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের আরকানসাসের সরকারি পার্কে। গত ১ সেপ্টেম্বর জন্মদিনে পরিবারের সঙ্গে সেই পার্কে বেড়াতে গিয়েছিল সাত বছরে ‘বার্থ ডে গার্ল’ ব্রাউন। তখনই ঘাসের মধ্যে লুকিয়ে থাকা মটর দানার মতো হিরার টুকরো খুঁজে পায় সে।
পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, এটি এই পার্কে খুঁজে পাওয়া দ্বিতীয় বৃহত্তম হিরার টুকরো। বাদামি রঙের হিরার টুকরোটি ২.৯৫ ক্যারেটের। এর আগে গত মার্চে সেখানে মিলেছিল ৩.২৯ ক্যারেটের একটি হিরার টুকরো।
জানা গেছে, আরকানসাসের বিখ্যাত সেই পার্কে প্রায় সময় হিরার টুকরো খুঁজে পান ঘুরতে আসা মানুষ। আজ পর্যন্ত ৭৫ হাজার হিরার টুকরো মিলেছে সেই পার্ক চত্বরে। এর পেছনে নির্দিষ্ট কারণ রয়েছে, ওই এলাকায় ছিল একটি হিরার খনি। ১৯২৪ সালে আমেরিকার সবচেয়ে বড় হিরে পাওয়া গিয়েছিল ওই খনি থেকেই। পরবর্তী সময়ে এলাকায় তৈরি হয় একটি সরকারি পার্ক। এটিকে হিরার পার্ক বললেও ভুল হবে না।
সূত্র: সংবাদ প্রতিদিন
এমএসএ