ইন্দোনেশিয়া-পূর্ব তিমুরে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১০১

মৌসুমি বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ইন্দোনেশিয়া এবং প্রতিবেশী দেশ পূর্ব তিমুরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০১ জনে। দেশ দু’টির সরকারি হিসাবের বরাত দিয়ে সোমবার (৫ এপ্রিল) একথা জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রতিবেশী এই দুই দেশ মৌসুমি বৃষ্টির কারণে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। প্রাণহানি ছাড়াও বৃষ্টির কারণে বাঁধ উপচে আশেপাশের এলাকা প্লাবিত হওয়ায় পানির নিচে তলিয়ে গেছে হাজার হাজার ঘরবাড়ি।
বিবিসি জানিয়েছে, বন্যা ও ভূমিধসের কারণে কেবল ইন্দোনেশিয়াতেই মারা গেছে ৮০ জন। এছাড়া এখনও নিখোঁজ রয়েছেন কয়েক ডজন মানুষ। আর তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।
ইন্দোনেশিয়ার ডিজাস্টার মিটিগেশন এজেন্সি’র মুখপাত্র রাদিত্য জাতি বলছেন, ‘ভূমিধসের কারণে সৃষ্ট কাদা এবং খারাপ আবহাওয়া রীতিমতো আমাদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। পরিস্থিতি আরও খারাপ হওয়ায় তল্লাশি অভিযান চালাতে উদ্ধারকারী দলকে সমস্যার মুখে পড়তে হচ্ছে।’
পূর্ব ফ্লোরেস ডিজাস্টার এজেন্সির প্রধান আলফোনস হাদা বেতহান বলছেন, ‘অনেক মানুষ মারা গেছে বলে আশঙ্কা করছি আমরা। কিন্তু ঠিক কতজন নিখোঁজ রয়েছেন; সেটা এখনও নিশ্চিত নয়।’

পূর্ব তিমুরেও কমপক্ষে ২১ জন মারা গেছে বলে কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি। মৃতদের বেশিরভাগই রাজধানী দিলির বাসিন্দা বলে ধারণা করা হচ্ছে।
এদিকে মৃতদের স্বজন ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো। এছাড়া খারাপ আবহাওয়ার মধ্যে নিরাপদে থাকতে কর্মকর্তাদের পরামর্শ মেনে চলতে সাধারণ মানুষের প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি।
সূত্র: বিবিসি
টিএম