আজকের সর্বশেষ
- নিউমার্কেটে গৃহকর্মী হত্যা : শিক্ষিকা রিমান্ডে
- লকডাউনে খোলা থাকবে সব শিল্প-কারখানা
- ১৪৫১ দিন পর কলকাতার জার্সিতে সাকিব
- টস হেরে ব্যাটিংয়ে সাকিবের কলকাতা
- মিতা হকের জীবনে সবচেয়ে বড় প্রাপ্তি ছিলো যা
- স্বাস্থ্যবিধি মেনে ভ্রমণ করুন
- বিপর্যস্ত ইরানে আরও ২৫৮ প্রাণহানি
- ক্যানসার আক্রান্ত রুবেল-নাদেরকে পিচ ফাউন্ডেশনের সহায়তা
- মজুদ পর্যাপ্ত, নিত্যপণ্যের দাম বাড়ার সম্ভাবনা নেই
- লকডাউন : এক মাসের বাড়ি ভাড়া মওকুফের দাবি
- সিএমএম আদালতের ৫ বিচারক করোনায় আক্রান্ত
দিল্লিতে ৪ বাংলাদেশি গ্রেফতার
০৭ এপ্রিল ২০২১, ২০:৪৮

ফাইল ছবি
ভারতের রাজধানী নয়াদিল্লিতে চুরি, ডাকাতি এবং ছিনতাইয়ের অভিযোগে চার বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। দিল্লি পুলিশের অপরাধ তদন্ত শাখা সোমবার শ্রী ফোর্ট রোড এলাকা থেকে তাদের গ্রেফতার করেছে বলে খবর দিয়েছে দেশটির ইংরেজি দৈনিক হিন্দুস্তান টাইমস।
পুলিশ বলছে, এই চোর চক্র দিল্লির বিভিন্ন এলাকায় শতাধিক চুরি, ডাকাতির সঙ্গে সংশ্লিষ্ট। গ্রেফতারকৃতরা হলেন, রফিক লস্কর, মোহাম্মদ সেলিম ওরফে সাইফরাত, আজিজুল রহমান এবং মিজানুর রহমান। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র, দু’টি ছুরি, চারটি গুলি এবং বাড়ি ভাঙার দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশ এই চার বাংলাদেশিকে জিজ্ঞাসাবাদ করছে এবং তাদের সঙ্গে আরো কেউ জড়িত আছেন কি না তা জানার চেষ্টা করছে বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
দিল্লি পুলিশের অপরাধ তদন্ত শাখা বলছে, কয়েকজন চোর হাউজ খাস এলাকায় চুরির জন্য সোমবার জড়ো হন বলে খবর আসে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল সেখানে মোতায়েন করা হয়। পরে শ্রী ফোর্ট রোডে চোর চক্রের সদস্যরা হাজির হলে পুলিশ তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের সবাই বাংলাদেশি বলে জানিয়ে পুলিশ বলছে, এই চক্রের সদস্যরা গত কয়েক বছর ধরে ভারতের বিভিন্ন প্রান্তে অবৈধভাবে বসবাস করে আসছিলেন। তারা দেশজুড়ে অপরাধ সংঘটিত করেছে। এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে শতাধিক চুরি, ডাকাতি এবং ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।
দিল্লি পুলিশ বলছে, চুরি করতে গিয়ে অনেক সময় এই চক্রের সদস্যরা গুলিবর্ষণ এবং ছুরিকাঘাত করতেন। পুলিশের নজর এড়াত তারা দিল্লির আশপাশের এলাকায় অবস্থান নেন। পুলিশের তথ্য অনুযায়ী, চক্রের সদস্যরা দিল্লি থেকে শুরু করে ফরিদাবাদ, যোধপুর, আওরঙ্গবাদ, গুলবার্গা, ভাপি, বেঙ্গালুরু, পুনে এবং মুম্বাইয়েও চুরি-ডাকাতি করতেন।
এসএস
আন্তর্জাতিক এর সর্বশেষ