ভারতে বিশিষ্ট সাংবাদিকদের বাড়িতে পুলিশের হানা

ভারতের রাজধানী নয়াদিল্লিতে কয়েকজন বিশিষ্ট সাংবাদিকের বাড়িতে রাতের বেলা হানা দিয়েছে পুলিশ। সংবাদবিষয়ক ওয়েবসাইট নিউজক্লিকের সঙ্গে যুক্ত থাকা এসব সাংবাদিকের বিভিন্ন ব্যক্তিগত জিনিসপত্রও নিয়ে গেছে তারা।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি মঙ্গলবার (৩ অক্টোবর) জানিয়েছে, রাতভর কথিত অভিযান চালিয়ে ওই সাংবাদিকদের ফোন ও ল্যাপটপ জব্দ করে আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যরা।
ভারত সরকারের অভিযোগ চিরপ্রতিদ্বন্দ্বি ও প্রতিবেশী দেশ চীনের কাছ থেকে অর্থ নিয়ে নিউজক্লিক ওয়েবসাইটটি চালানো হচ্ছে। আর এ অভিযোগের ওপর ভিত্তি করেই এর সঙ্গে সংশ্লিষ্ট সাংবাদিকদের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে। যদিও সাংবাদিকরা এই অভিযোগ অস্বীকার করেছেন।
সমালোচকরা বলছেন, তদন্তের নামে সাংবাদিকদের হেনস্তা ও জিনিসপত্র জব্দ করার বিষয়টি গণমাধ্যমের স্বাধীনতার ওপর একটি ইচ্ছাকৃত হামলা।
২০০৯ সালে যাত্রা শুরু করা নিউজক্লিক ওয়েবসাইটটি স্বাধীন ও সমসাময়িক বিষয়ের ওপর প্রতিবেদন প্রকাশ করে থাকে। এমনকি এটি সরকারের একটি সমালোচক গণমাধ্যম হিসেবেও পরিচিত। ২০২১ সালে বৈদেশিক বিনিয়োগ আইন ভঙ্গ করার অভিযোগে নিউজক্লিকের অফিসে অভিযান চালিয়েছিলেন ভারতের কর কর্মকর্তারা।
যাদের বাড়িতে রাতের বেলা অভিযান চালানো হয়েছে তাদের মধ্যে ওয়েবসাইটটির সম্পাদক প্রবীর পুরকাষ্ঠ, সাংবাদিক অবিসার শর্মা, অনিন্দ চক্রবর্তী এবং ভাসা সিং রয়েছেন। এছাড়া প্রখ্যাত ব্যঙ্গ রচিয়তা সঞ্জয় রাজৌরা এবং ইতিহাসবিদ সোহেল হাসমিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
রাতের বেলা হানা দেওয়ার ব্যাপারে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি পুলিশ। তবে সাংবাদিক অবিসার শর্মা মাইক্রো ব্লগিং সাইট এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে নিশ্চিত করেছেন, পুলিশ তার মোবাইল ফোন এবং ল্যাপটপ নিয়ে গেছে। এছাড়া ভাসা সিংও জানিয়েছেন, পুলিশ রাতের বেলা এসে তার মোবাইল ফোন জব্দ করেছে।
ভারতীয় বার্তাসংস্থা এএনআই জানিয়েছে, নয়াদিল্লিতে অবস্থিত নিউজক্লিকের অফিসে তল্লাশি চালানো হচ্ছিল।
সূত্র: বিবিসি
এমটিআই