সিরিয়ায় মিলিটারি একাডেমিতে ড্রোন হামলা, নিহত অন্তত ৬০

সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর হোমসের একটি মিলিটারি একাডেমিতে ড্রোন হামলায় অন্তত ৬০ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও দেড় শতাধিক মানুষ।
বৃহস্পতিবার সন্ধ্যার দিকে এই হামলা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সিরিয়ার রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল সানা। নিহতদের মধ্যে সেনাসদস্য ও কর্মকর্তাদের পাশাপাশি ৯ জন বেসামরিকও রয়েছেন।
সিরিয়ার মানবাধিকার পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (সোর) জানিয়েছে, বৃহস্পতিবার ওই একাডেমির মিলনায়তনে সেনাসদস্যদের সনদ প্রদান অনুষ্ঠান ছিল। দেশটির সেনাবাহিনী ও কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কয়েকজন নেতৃস্থানীয় কর্মকর্তা সেই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। অনুষ্ঠানটি শেষ হওয়ার আনুমানিক ২০ মিনিটের মধ্যে ড্রোন হামলা হয় সেই একাডেমিতে।
অসমর্থিত সূত্রে জানা গেছে, সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী আলী মাহমুদ আব্বাস এ হামলায় আহত হয়েছেন।
সানার প্রতিবেদক আব্বাস ঘাদ জানিয়েছেন, সনদপ্রাপ্ত কর্মকর্তারা একাডেমির চত্বরের যে স্থানে পরিবারের সদস্যদের নিয়ে ছবি তুলছিলেন, সেখানে আঘাত হেনেছে বিস্ফোরকভর্তি ড্রোনটি। হতাহতদের হোমসের সামরিক হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
কারা এই হামলা ঘটিয়েছে, এখনও জানা যায়নি। কোনো গোষ্ঠী এই হামলার দায়ও স্বীকার করেনি এখনও। তবে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় তাৎক্ষণিক এক বিবৃতিতে এই হামলার নিন্দা জানিয়ে বলেছে, ‘বিদেশি সহায়তাপুষ্ট জঙ্গি সংগঠনগুলো এই কাপুরুষোচিত হামলার জন্য দায়ী।’
সূত্র : দ্য ন্যাশনাল
এসএমডব্লিউ