স্বামী অতিরিক্ত ভালোবাসেন, ঝগড়া হয় না, বিচ্ছেদের অদ্ভুত সব যুক্তি

বাকি জীবন একসাথে কাটানোর আশা নিয়ে সংসার শুরু করেন দু’জন। তারপর নানা কারণে বনিবনা না হওয়ায় হাঁটতে হয় বিচ্ছেদের পথে। তবে বনিবনা না হওয়ার কারণগুলো কী? একজন আইনজীবী তুলে আনলেন অদ্ভুত কিছু কারণ।
এসব কারণের মধ্যে রয়েছে— স্বামী ঝগড়া করেন না, অতিরিক্ত ভালোবাসেন। কারও আবার অভিযোগ, স্ত্রী রান্না করতে পারেন না।
সোশ্যালসাইটে একটি ভিডিওতে বিবাহবিচ্ছেদের কারণের একটি তালিকা প্রকাশ করেছেন ভারতের এক আইনজীবী। তার কাছে ওই সমস্ত যুক্তি দেখিয়ে বিবাহবিচ্ছেদের মামলা এসেছে।
ওই আইনজীবীর নাম তানিয়া অপ্পাচু কল। তিনি জানিয়েছেন, বিবাহবিচ্ছেদের জন্য তার কাছে এক তরুণী এসে জানিয়েছেন, তার স্বামী তাকে ‘অতিরিক্ত ভালোবাসেন’। কিছুতেই তাদের মধ্যে ঝগড়া হয় না। এতে জীবন একঘেয়ে হয়ে উঠেছে। তাই তিনি বিবাহবিচ্ছেদ চান।
বিয়ের পর মধুচন্দ্রিমায় গিয়ে স্ত্রীর সাজগোজ, পোশাক ভালো লাগেনি এক যুবকের। স্ত্রী নাকি অশ্লীল জামাকাপড় পরেছিলেন। তাই যুবক বিবাহবিচ্ছেদ চান।
বিয়ে ভাঙতে চেয়ে এক তরুণীর দাবি, তার স্বামী সারা দিন পড়াশোনা করেন। তাই স্ত্রীকে সময় দেন না একেবারেই। একজন যুবক তাকে বলেছিলেন— স্ত্রী তার পায়ে হাত দিয়ে প্রণাম করতে চাননি। তাই তার সঙ্গে তিনি সংসার করতে পারবেন না।
আরেক যুবকের যুক্তি ছিল, তার স্ত্রী রান্না করতে পারেন না। প্রতিদিন অফিসে না খেয়ে যেতে হয় তাকে। এ ভাবে সংসার টানতে তিনি পারবেন না।
বিচ্ছেদের জন্য এসব যুক্তি দেখে ওই আইনজীবী প্রশ্ন তুলেছেন তারা বিয়েটাই করছেন কেন?
এনএফ