‘ভিআইপিদের জন্য রাস্তা বন্ধ নয়’ মমতার কড়া বার্তা

পূজার সময়ে রাস্তায় মানুষের ঢল থাকবে। থাকবে যানজট। সেই যানজট নিয়েই এবার কড়া বার্তা দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, এ সময়ে ভিআইপিদের জন্য যেন রাস্তা বন্ধ না করা হয়। আর তা যদি হয়, তবে তিনি নিজেই কড়া ব্যবস্থা নেবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন।
সোমবার ভার্চুয়াল মাধ্যমে পূজা উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। কলকাতার শহরের একাধিক বড় পূজার উদ্বোধন করেন তিনি। এদিন আলিপুর বডিগার্ড লাইনের পূজার উদ্বোধনের সময় রাস্তায় যানজট নিয়ে সতর্ক করেন তিনি।
আরও পড়ুন
তিনি বলেন, কেউ কেউ ভিআইপি লালবাতি জ্বালিয়ে ঠাকুর দেখতে বের হন। আমি কাউকে বারণ করছি না, কিন্তু তাদের জন্য কোনও রাস্তা যেন বন্ধ করা না হয়। যদি তা হয় আর আমি যদি দেখতে পাই তাহলে আমি কিন্তু ব্যবস্থা নেব।
এর আগে যানজট নিয়ে শ্রীভূমির পূজার উদ্যোক্তা মন্ত্রী সুজিত বসুকে সতর্ক করেছিলেন মমতা। বলেছিলেন, ধুমধাম করে শ্রীভূমি স্পোর্টিংয়ের পূজার জন্য যেন এয়ারপোর্ট যাওয়ার রাস্তায় যানজট না হয়, সেই বিষয়টি সুনিশ্চিত করতে হবে। যদি কড়া হাতে ব্যবস্থা না করা হয়, তাহলে সুজিত বসুর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবেন মমতাই। এবার ফের আরও একবার যানজট নিয়ে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী।
এমএসএ