মুম্বাইয়ের ৭১ টিকাদান কেন্দ্র বন্ধ

করোনার টিকা সরবরাহের ঘাটতির কারণে ভারতের সবচেয়ে বিপর্যস্ত রাজ্য মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইয়ে ৭১টি টিকাদান কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে। শুক্রবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় টেলিভিশন এনডিটিভি।
প্রতিবেদন অনুযায়ী ভারতের বাণিজ্যিক রাজধানী হিসেবে খ্যাত মুম্বাইয়ে বন্ধ হয়ে যাওয়া এসব টিকাদান কেন্দ্রের মধ্যে রয়েছে শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অঞ্চলের সবচেয়ে বড় টিকাদান কেন্দ্রটিও।
ওই কেন্দ্রের ডিন রাজেশ ডেরের দাবি, প্রথম দিন থেকেই মজুত টিকার ডোজ শেষ হওয়ার আগে তা পৌঁছে যেত কেন্দ্রে। বৃহস্পতিবার পর্যন্তও টিকার পর্যাপ্ত ডোজ ছিল। আশা করা হয়েছিল, বৃহস্পতিবার রাতেই আরও টিকার ডোজ আসবে কেন্দ্রে। কিন্তু তা আসেনি।
মুম্বাইয়ে মোট ১২০টি কেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে। এরমধ্যে ৪৯টি কেন্দ্র চলছে রাজ্য সরকার এবং মুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশন (বিএমসি) তত্ত্বাবধানে। টিকার অভাবে ৭১টি কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ মানুষ এখন সমস্যায় পড়েছে বলে দাবি বিএমসি’র।
মুম্বাইয়ের মেয়র কিশোরী পেডনেকর শুক্রবার বলেন, ‘শহরের অনেক কেন্দ্রে টিকার মজুত শূন্য তাই টিকা দেওয়াও বন্ধ। শুক্রবারের মধ্যে আরও ৭৬ হাজার থেকে ১ লাখ ডোজ মুম্বাইয়ে আসার কথা। কিন্তু এখন পর্যন্ত সরকারিভাবে এর কোনো তথ্য আমরা পাইনি।’
রাজ্য সরকার এবং বিএমসি পরিচালিত টিকাদান কেন্দ্রগুলো থেকে ৪০-৫০ হাজার মানুষকে টিকা দেওয়া হয়েছে। টিকা নিতে এসে না পাওয়ায় হয়রানির শিকার সাধারণ মানুষজন বিষয়টি নিয়ে মুম্বাই শহরের বিভিন্ন স্থানে বিক্ষোভ-প্রতিবাদ করছে বলেও জানা যাচ্ছে।
মহারাষ্ট্রে টিকার সংকট নিয়ে মঙ্গলবার থেকে রাজ্য-কেন্দ্র টানাপোড়েন চলছে। রাজ্য সরকারি টিকার মজুত ফুরিয়ে আসছে জানানোর পর কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন দাবি করেন, মহামারি সামাল দিতে ব্যর্থ রাজ্য সরকার মানুষের নজর ঘোরাতেই এ বিভ্রান্তি সৃষ্টি করছে।
মহারাষ্ট্রের রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের এমন টানাপোড়েনের আবহেই মুম্বাই প্রশাসন শুক্রবার জানিয়ে দিলো, টিকার অভাবে বন্ধ হয়ে গেছে শহরের ৭১টি অর্থাৎ অর্ধেকের বেশি করোনার টিকাদান কেন্দ্র।
— ANI (@ANI) April 9, 2021
এএস/জেএস