রেড রোডে পূজা কার্নিভাল, মমতার জন্য কমছে মঞ্চের উচ্চতা

গত বছর রেড রোডে দুর্গাপূজার কার্নিভাল ইউনেস্কোর বিশেষ তকমা পেয়েছিল। যার ফলে পূজা উদ্যোক্তাদের উৎসাহ আরও বেড়েছে পূজা কার্নিভাল নিয়ে। আগামী শুক্রবার (২৭ অক্টোবর) রেড রোডের কার্নিভাল ঘিরে তাই সাজসাজ রব প্রশাসনে। অসুস্থতার কারণে গৃহবন্দি থাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওইদিনই ঘর থেকে বের হবেই। তবে তার পায়ের আঘাতের কারণে কার্নিভালের মূল মঞ্চের উচ্চতা কিছুটা কমানো হচ্ছে।
গত মঙ্গলবার (২৪ অক্টোবর) বিজয়া দশমী শেষ হতে না হতেই চূড়ান্ত তোড়জোড় শুরু হয়ে যায়। পূর্ত দপ্তরের উদ্যোগে তৈরি হচ্ছে অস্থায়ী গ্যালারি এবং চেয়ারের দর্শক আসন। ২০২০ এবং ২০২১ সাল কোভিড সংক্রমণের কারণে কার্নিভাল বন্ধ ছিল। ২০২২ সাল থেকেই আবার শুরু হয়েছে কার্নিভাল।
কলকাতার ১০০টি পূজা কমিটিকে কার্নিভালে অংশ নিতে জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। ২০২২ সালেও এই একই সংখ্যায় পূজা কমিটিকে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছিল। শেষ মুহূর্তে একটি পূজা কমিটি অংশ না নেওয়ায় ৯৯টি পূজা কার্নিভালে অংশ নেয়। তবে এবার ১০০টি পূজা কমিটি অংশ নেবে ধরেই প্রস্তুতি নেওয়া হচ্ছে।
শুক্রবার বেলা সাড়ে ১১টা থেকে বেলা ১২টার মধ্যে পূজা কমিটিগুলোকে রেড রোডের কাছাকাছি আসতে হবে। প্রতিটি পূজা সর্বাধিক তিনটি ট্রেলার বা ট্যাবলো নিয়ে যেতে পারবে। শোভাযাত্রায় সর্বাধিক ৫০ জনকে থাকার অনুমতি দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর জন্য কোনো উপহার আনা নিষেধ রয়েছে।
এদিকে সম্প্রতি বিদেশ সফরে গিয়ে পায়ে আঘাত পেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা। তাই এবার তিনি পূজার উদ্বোধন করেছেন কালীঘাটের দপ্তরে বসে ভার্চুয়াল মাধ্যমে। কার্নিভাল উপলক্ষ্যে দীর্ঘদিন পর মুখ্যমন্ত্রী বাড়ির বাইরে কোনো কর্মসূচিতে যোগদান করবেন। তার পায়ের আঘাতের কথা ভেবে তার বসার মঞ্চের উচ্চতা কম রাখা হচ্ছে।
গত বছর প্রায় ১৫ হাজার মানুষ রেড রোডের অস্থায়ী গ্যালারিতে বসে কার্নিভাল দেখেছিলেন। এ বার সেই আসনসংখ্যা আরও বাড়তে পারে। রেড রোড এলাকার বাইরেও বহু মানুষ কার্নিভাল দেখতে আসবেন বলে পুলিশ-প্রশাসনের ধারণা।
সূত্র : আনন্দবাজার
জেডএস
