দল থেকেই অবমাননাকর মন্তব্য হেমা মালিনীকে নিয়ে

বিজেপির তারকা সংসদ হেমা মালিনীকে নিয়ে অবমাননাকর মন্তব্য করলেন দলেরই এক মন্ত্রী।
বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রের সাম্প্রতিক একটি ভিডিও ভাইরাল হয়েছে।
নরোত্তমকে সেখানে বলতে শোনা যায়, তার বিধানসভা কেন্দ্রের জন্য তিনি হেমা মালিনীকেও নাচিয়েছেন। নিজের বিধানসভা কেন্দ্র তার আমলে কী কী উন্নতি করেছে তারই খতিয়ান দিচ্ছিলেন নরোত্তম। সেই প্রসঙ্গেই তিনি বলেন, সাংস্কৃতিক দিক থেকেও এগিয়েছে দাতিয়া। আপনাদের জন্য শুধু আমি সাংস্কৃতিক অনুষ্ঠানেরই আয়োজন করিনি, হেমা মালিনীক দিয়েও নাচ করিয়েছি।
নরোত্তমের এই মন্তব্যেরই সমালোচনা করেছেন বিরোধীরা। কংগ্রেস থেকে বলা হচ্ছে— বিজেপির মন্ত্রীদের সংকীর্ণতা শুধু দেখুন। এরা নিজেদের সংস্কৃতিবান বলে দাবি করে অথচ নিজেদের মহিলা সাংসদদেরও মর্যাদা দিতে পারেন না।
অবশ্য এ নিয়ে বিজেপি এখনও কোনো প্রতিক্রিয়া দেখায়নি।
এনএফ