মুম্বাইয়ের রাস্তা থেকে বিদায় নিচ্ছে কালো-হলুদ ট্যাক্সি

ভারতের মুম্বাইয়ের রাস্তা থেকে বিদায় নিচ্ছে আইকনিক কালো-হলুদ প্রিমিয়ার পদ্মিনী ট্যাক্সি। সোমবার (৩০ অক্টোবর) থেকে আর বাহনটি বাণিজ্য নগরীর সড়কে দেখা যাবে না। এর মাধ্যমে অবসান হচ্ছে কয়েক যুগে।
এর আগে মুম্বাইয়ের রাস্তা থেকে উঠে গেছে বেস্ট-এর লাল দোতলা বাস।
শেষ কালো-হলুদ প্রিমিয়াম পদ্মিনী গাড়িটির মালিক প্রভাদেবীর বাসিন্দা আবদুল করিম কাসকার। সোমবার থেকে তার বাড়ি থেকে আর বের হবে না কালো-হলুদ বাহন। গণমাধ্যমকে তিনি বলেন, কালো-হলুদ ট্যাক্সি মুম্বাইয়ের গর্ব আর আমার প্রাণ।
আরও পড়ুন
মহারাষ্ট্র পরিবহন দপ্তর সূত্রে খবর, কালো-হলুদ ট্যাক্সি নথিভুক্ত হয়েছিল টারডিও আরটিওতে। ২০ বছরের বেশি প্রিমিয়ার পদ্মিনী ট্যাক্সি চলবে না, এমনটাই নিয়ম। সেই নিয়ম অনুযায়ী রোববারই (২৯ অক্টোবর) ছিল কালো-হলুদ ট্যাক্সির শেষ দিন। একই নিয়ম মেনে ১৫ বছর পর বেস্টের বাস রাস্তা থেকে বিদায় নিয়েছে।
কয়েক সপ্তাহের ব্যবধানে বাণিজ্য নগরীর রাস্তা থেকে আরেকটি বাহন বিদায় নেওয়ায় নস্টালজিয়ায় ভুগছেন বহু মানুষ। অনেকের অভিমত, একটি কালো-হলুদ প্রিমিয়ার পদ্মিনী যেন মানুষের দেখার জন্য সংরক্ষণ করা হয়। তা না হলে সেই সিনেমার পর্দাতেই রয়ে যাবে আইকনিক কালো-হলুদ যান। গত বছর রাজ্য সরকারের কাছে এ নিয়ে আবেদন করেছিল মুম্বাইয়ের সবচেয়ে বড় ট্যাক্সি ইউনিয়ন।
এসএসএইচ