দ. আফ্রিকার করোনার ধরন মিলল আরও ২ দেশে

বিশ্বের আরও দুটি দেশে দক্ষিণ আফ্রিকায় উৎপত্তি হওয়া উচ্চ সংক্রমণ হারের করোনাভাইরাসের নতুন ধরনের খোঁজ মিলেছে। অস্ট্রেলিয়ার পর জাপানেও শনাক্ত হয়েছে নতুন ধরনটি।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম জানিয়েছে, দেশটিতে আসা এক নারী যাত্রীর শরীরে প্রথমবারের মতো ভাইরাসটির দেখা মেলে। তিনি গত ২২ ডিসেম্বর থেকে কুইন্সল্যান্ডের একটি হোটেলে কোয়ারেনটাইনে ছিলেন। পরে করোনা টেস্টে নতুন ধরণটি শনাক্ত হয়। তাৎক্ষণিকভাবে তাকে সানসাইন কোস্ট ইউনিভার্সিটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
করোনার নতুন ধরনের খোঁজ মেলায় উদ্বেগ প্রকাশ করেছেন কুইন্সল্যান্ডের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ড. জিনেট ইয়ং। বিদেশ ফেরত যাত্রীদের চলাচলে কড়াকড়ি আরোপের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।
এদিকে জাপান সরকার জানিয়েছে, তাদের দেশেও দক্ষিণ আফ্রিকায় উৎপত্তি হওয়া নতুন ধরনটি শনাক্ত হয়েছে। এর আগে যুক্তরাজ্যের নতুন ধরণ পাওয়া গিয়েছিল দেশটিতে।
জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ১৯ ডিসেম্বর জাপানে আগমনকারী ৩০ বছর বয়সী এক নারীর দেহে নতুন ধরনটির সন্ধান মেলে।
দেশটিতে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় নতুন ধরনকে দায়ী করছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
নতুন বছরের ছুটিতে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা। তিনি মন্ত্রীদের সতর্ক থাকার নির্দেশও দিয়েছেন।
সম্প্রতি যুক্তরাজ্য ও দক্ষিণ আফ্রিকায় করোনাভাইরাসের নতুন ধরনের খোঁজ পাওয়া যায়। যেগুলোর সংক্রমণ হার অত্যন্ত বেশি। বিভিন্ন দেশে ক্রমেই নতুন ধরন ছড়িয়ে পড়ায় বিশ্বজুড়ে উদ্বেগ শুরু হয়েছে। অনেক দেশই ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে।
এসআরএস