গাজা ছাড়তে শুরু করেছেন বিদেশি পাসপোর্টধারীরা

মিসর-গাজা সীমান্তবর্তী রাফাহ ক্রসিং দিয়ে মিসরে যাওয়া শুরু করেছেন বিদেশি পাসপোর্টধারী নাগরিকরা। বুধবার (১ নভেম্বর) প্রথমবারের মতো গাজা ছাড়ার সুযোগ পান এসব নাগরিক।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, সর্বশেষ তথ্য অনুযায়ী, ৩০০ জনেরও বেশি মানুষ গাজা ছেড়েছেন। যার মধ্যে দ্বৈত ফিলিস্তিনি নাগরিক ছাড়াও অন্যান্য দেশের নাগরিকরা রয়েছেন।
এছাড়া এদিন ৭৬ জন অসুস্থ মানুষ উন্নত চিকিৎসার জন্য গাজা থেকে মিসরে প্রবেশ করেন। গাজার ভেতর অ্যাম্বুলেন্স প্রবেশ করে তাদের মিসরে নিয়ে যাওয়া হয়। তাদের চিকিৎসার জন্য সীমান্তের কাছেই একটি ফিল্ড হাসপাতাল তৈরি করা হয়েছে।
আরও পড়ুন
গত ৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধের মধ্যে পড়ে যান অনেক বিদেশি পাসপোর্টধারী। যুদ্ধের পর থেকে গাজা ছাড়ার চেষ্টা করছিলেন তারা। কাতারের মধ্যস্থতায় অবশেষে সেই সুযোগ পেয়েছেন তারা।
এর আগে বুধবার ফিলিস্তিনি কর্তৃপক্ষ ৫০০ জনের একটি তালিকা প্রকাশ করে। তারা জানায় এই তালিকায় যাদের নাম রয়েছে তারা গাজা ছাড়তে পারবেন। এর কয়েক ঘণ্টা পর রাফাহ সীমান্ত ক্রসিং খুলে দেওয়া হয়।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, আগামী কয়েকদিন ফিলিস্তিনি দ্বৈত নাগরিক ও বিদেশিদের গাজা ছাড়ার সুযোগ দেওয়া হবে। ধারণা করা হচ্ছে, গাজায় বর্তমানে প্রায় ৭ হাজার বিদেশি পাসপোর্টধারী রয়েছেন।
সূত্র: বিবিসি
এমটিআই