দুবাইয়ে ২০০ কোটির বিয়ে, সেই মহাদেব বেটিং অ্যাপ নিষিদ্ধ করল ভারত

গেল ফেব্রুয়ারিতে দুবাইয়ে এক বিয়েতে বিশেষ অতিথি হয়ে গিয়েছিলেন বলিউডের ১৪ তারকারা। ওই বিয়ের বাজেট ছিল ২০০ কোটি টাকা। মহা ধুমধামের ওই বিয়ের পর ভারতের কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) নজরে পড়েন তারা। বিয়েটি ছিল মহাদেব অ্যাপের প্রোমোটার সৌরভ চন্দ্রাকরের। গতকাল এই মহাদেব অ্যাপসহ ২২টি বেআইনি বেটিং অ্যাপ এবং ওয়েবসাইট নিষিদ্ধ করেছে ভারত।
ইডির সুপারিশেই এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। জানানো হয়েছে— বেআইনি অ্যাপের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় ইডির তল্লাশি এবং ছত্তীসগঢ়ে মহাদেব অ্যাপের বেআইনি কার্যকলাপ নজরে আসতেই এই সিদ্ধান্ত।
মহাদেব বেটিং অ্যাপ কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে বলিউডের বেশ কয়েক জন তারকার। তারা কেউ অ্যাপটির হয়ে বিজ্ঞাপন করেছেন, কেউ ওই সংস্থার অনুষ্ঠানে নাচগান করে এসেছেন, সিনেমা প্রযোজনাতেও এই অ্যাপের টাকা ঢুকছিল বলে অভিযোগ। একের পর এক তারকাকে ডেকে জিজ্ঞাসাবাদও করে ইডি। অক্টোবরে ৩৯টি জায়গায় তল্লাশি চালিয়ে ৪১৭ কোটি টাকা মূল্যের সামগ্রী উদ্ধার করে ইডি।
ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বঘেলের নামও জড়িয়েছে এ অ্যাপের সঙ্গে।
এনএফ