তুরস্ক-ব্রিটেন মুক্ত বাণিজ্যচুক্তি এ সপ্তাহেই

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) জোটের সঙ্গে ব্রেক্সিট বাণিজ্যচুক্তি স্বাক্ষরের পর এবার তুরস্কের সঙ্গে শুল্কমুক্ত বাণিজ্যচুক্তি করতে যাচ্ছে ব্রিটেন। চলতি সপ্তাহের মঙ্গলবার চুক্তি সম্পাদনের কথা রয়েছে।
রোববার ব্রিটেনের বাণিজ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যমগুলো।
ব্রিটিশ বাণিজ্যমন্ত্রী লিজ ট্রাস বলেছেন, আঙ্কারা-লন্ডনের সম্ভাব্য এই চুক্তি শুধু দুই দেশের বিদ্যমান ব্যবসায়িক শর্তগুলোর প্রতিফলন নয়, বরং একে আরো দৃঢ় ও বিস্তৃত করে তোলার পরিকল্পনা উভয় পক্ষেরই রয়েছে।
এ প্রসঙ্গে এক বিবৃতিতে ট্রাস বলেন, ‘দুই দেশের মধ্যে প্রত্যাশিত যে চুক্তিটি চলতি সপ্তাহে সই হতে যাচ্ছে, তাতে শুল্কমুক্ত বাণিজ্যের পাশাপাশি সেই আমাদের পারস্পরিক ব্যবসায়ীক সম্পর্ককে আরো সুদৃঢ় ও বিস্তৃত করতে যে সব শর্ত প্রয়োজন, সেগুলো অন্তর্ভূক্ত করার চেষ্টা করা হয়েছে।’
চুক্তিটি স্বাক্ষর হলে ব্রিটেনজুড়ে পণ্য প্রস্তুতকরণ, পরিবহও ও ইস্পাত শিল্পখাতে কয়েক হাজার কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলেও বিবৃতিতে জানান ব্রিটিশ বাণিজ্যমন্ত্রী।
তিনি বলেন, ‘অদূর ভবিষ্যতে তুরস্কের সঙ্গে একটি বন্ধুত্বপূর্ণ ও কার্যকর অর্থনৈতিক সম্পর্ক গঠনে এই চুক্তিটি অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে বলে আমরা মনে করছি।’
ব্রিটেন-তুরস্ক বাণিজ্য সম্পর্কের আওতায় ২০১৯ সালে ২৫.২৫ বিলিয়ন ডলালের বাণিজ্য করেছে দেশ দুটি। জাপান, কানাডা, সুইজারল্যান্ড ও নরওয়ের পর এটি যুক্তরাজ্যের পঞ্চম বৃহত্তম অর্থনৈতিক-বাণিজ্যিক সম্পর্ক।
আগামী ১ জানুয়ারি থেকে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ব্রিটেনের চূড়ান্ত হওয়া ব্রেক্সিট-পরবর্তী বাণিজ্য চুক্তি কার্যকর হবে। তবে এর আগেই ৬২টি দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি করেছে ব্রিটেন।
গত সপ্তাহে ইইউ’র সঙ্গে ব্রেক্সিট বাণিজ্য চুক্তি চূড়ান্ত হয়। ব্রিটিশ প্রধানমন্ত্রী এই চুক্তির ঘোষণা দিয়ে এর নানান দিক নিয়ে প্রশংসা করেন। কিন্তু আন্তর্জাতিক বিশ্লেষকরা একে ‘সংকীর্ণ চুক্তি’ বলে সমালোচনা করেছেন।
সূত্র: মিডলইস্ট মনিটর
এসএমডব্লিউ/এএস