৭ অক্টোবরের হামলায় নিহতদের সংখ্যা কমালো ইসরায়েল

ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী রাজনৈতিক গোষ্ঠী হামাসের হামলায় নিহতদের দাপ্তরিক সংখ্যা হ্রাস করেছে ইসরায়েল। মধ্যপ্রাচ্যের এই ভূখণ্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের হালনাগাদ অনুযায়ী, ওই হামলায় নিহত হয়েছিলেন ১ হাজার ২০০ ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিক।
এতদিন পর্যন্ত বিশ্ববাসী জানত যে, হামাসের হামলায় নিহত হয়েছেন অন্তত ১ হাজার ৪০০ জন ইসরায়েলি ও বিদেশি নাগরিক। শুক্রবার এক লিখিত বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিওর হাইয়াত জানান, প্রাথমিক পর্যায়ে অনেক মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি ইসরায়েলি পুলিশ ও ফরেনসিক সদস্যদের পক্ষে। এ কারণে ওই হামলায় নিহত ২ শতাধিক ফিলিস্তিনিকেও তালিকায় ঢোকানো হয়েছিল।
‘তবে পরে নিহতদের পরিচয় শনাক্ত করার পর আমরা জেনেছি, গত ৭ অক্টোবরের হামলায় নিহত হয়েছেন ১ হাজার ২০০ জন ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিক। বৃহস্পতিবার দাপ্তরিক ভাবে এই সংখ্যা হালনাগাদ করা হয়েছে,’ বিবৃতিতে বলেন লিওর হাইয়াত।
গত ৭ অক্টোবর গাজার উত্তরাঞ্চলীয় ইরেজ সীমান্ত এলাকায় ইসরায়েলি বাহিনীর ওপর অতর্কিত হামলা চালায় হামাস যোদ্ধারা। বুলডোজার দিয়ে সীমান্ত বেড়া ভেঙে ইসরায়েলের ভূখণ্ডে প্রবেশ করে নির্বিচারে হত্যাযজ্ঞ চালানোর পাশাপাশি ২৪২ জনকে জিম্মি হিসেবে নিয়ে যায় তারা।
আকস্মিক এই হামলার জবাবে সেদিন থেকেই গাজা উপত্যকায় অভিযান শুরু করে ইসরায়েলের বিমান বাহিনী। সেই অভিযান এখনও চলছে। উপরন্তু গত অক্টোবরের মাঝামাঝি থেকে উপত্যকায় অভিযানে নেমেছে ইসরায়েলের স্থলবাহিনীও।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কুদরা শুক্রবার এক ব্রিফিংয়ে জানিয়েছেন, ইসরায়েলি বাহিনীর গত ১ মাসের অভিযানে উপত্যকায় নিহত হয়েছেন অন্তত ১১ হাজার ৭৮ জন। এই নিহতদের মধ্যে শিশুদের সংখ্যা ৪ হাজার ৫০৬ জন, নারীদের সংখ্যা ৩ হাজার ২৭ জন এবং বয়স্ক লোকজনের সংখ্যা ৬৭৮ জন।
সূত্র : আলজাজিরা
এসএমডব্লিউ