মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার মামলায় পক্ষভুক্ত হতে চায় ৭ দেশ

কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, ব্রিটেন ও মালদ্বীপ মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার মামলায় পক্ষভুক্ত হতে আবেদন করেছে। গতকাল এ আবেদন হয়েছে বলে উল্লেখ করা হয়েছে রয়টার্সের এক প্রতিবেদনে।
গণহত্যা প্রতিরোধ সংক্রান্ত ১৯৪৮ সালের একটি সনদের কথা উল্লেখ করে দেশগুলো আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) একটি যৌথ ঘোষণা দাখিল করে; যেখানে ওই সনদের উদ্দেশ্য বাস্তবায়নে তাদের অভিন্ন লক্ষ্যের কথা উঠে আসে।
জার্মান পররাষ্ট্র বিষয়ক কর্মকর্তা তানিয়া ফন উসলার এক্স-এ একটি পোস্টে লিখেছেন— আমরা বিশেষ করে নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতার বিষয়টিতে মনোযোগ দিচ্ছি।
জাতিসংঘের একটি ফ্যাক্ট-ফাইন্ডিং মিশন বলছে যে মিয়ানমারের ২০১৭ সালের সামরিক অভিযানে ‘গণহত্যামূলক কাজ’ অন্তর্ভুক্ত ছিল।
মিয়ানমার গণহত্যার অভিযোগ অস্বীকার করে জাতিসংঘের বক্তব্যকে ‘পক্ষপাতদুষ্ট ও ত্রুটিপূর্ণ’ বলে দাবি করেছে। তাদের দাবি ওই অভিযান রোহিঙ্গা বিদ্রোহীদের বিরুদ্ধে চালানো হয় যারা হামলার সঙ্গে জড়িত ছিল।
বিশ্ব আদালত গত বছরের জুলাই মাসে গণহত্যার কার্যক্রমে মিয়ানমারের আপত্তি প্রত্যাখ্যান করে মামলার পূর্ণাঙ্গ শুনানির পথ প্রশস্ত করে।
এনএফ
