মিসরে বাস ও ট্রাকের সংঘর্ষে ২০ প্রাণহানি

মিসরের দক্ষিণাঞ্চলে মরুভূমি এলাকার একটি মহাসড়কে বাস ও ট্রাকের সংঘর্ষে ২০ জন নিহত এবং আরও তিন জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবারের এই প্রাণঘাতী সড়ক দুর্ঘটনার খবর আজ বুধবার জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
দুর্ঘটনাস্থলে সিমেন্টবোঝাই একটি ট্রাক নষ্ট হয়ে পড়ে ছিল। কায়রো থেকে ছেড়ে যাওয়া বাসটির সঙ্গে ট্রাকের সংঘর্ষ হলে এই হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনাটি ঘটেছে মিসরের দক্ষিণের প্রদেশ আছিয়াতের প্রাদেশিক রাজধানী থেকে ৩৭০ কিলোমিটার দূরে।
কয়েক মিনিটের মধ্যে বাসটি পুড়ে যায়। সেখান থেকে মরদেহ ও আহতদের উদ্ধার করতে বেশ জটিলতার মুখে পড়তে হয়েছিল।
প্রাদেশিক গভর্নরের কার্যালয় থেকে মঙ্গলবারের সড়ক দুর্ঘটনা নিয়ে বিবৃতি দিয়ে উল্লিখিত তথ্য ছাড়াও জানানো হয়েছে, সংঘর্ষের পর কয়েক মিনিটের মধ্যে বাসটি পুড়ে যায়। সেখান থেকে মরদেহ ও আহতদের উদ্ধার করতে বেশ জটিলতার মুখে পড়তে হয়েছিল।
মিসরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনার খবর পাওয়ার পর দ্রুত সেখানে ৩৬টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছিল।
বার্তা সংস্থা রয়টার্স লিখেছে, বেপরোয়া গাড়ি চালানো ও রাস্তার দুর্বল অবস্থা মিসরের বেশিরভাগ সড়ক দুর্ঘটনার জন্য দায়ী। দেশটিতে সম্প্রতি বেশ কয়েকটি রেল এবং সড়ক দুর্ঘটনায় কয়েক ডজন মানুষের প্রাণহানি হয়েছে।
গত মার্চে কায়রো থেকে ৮০ কিলোমিটার দূরে গিজা প্রদেশে ট্রাকের সঙ্গে মিনিবাসের সঙ্গে ১৮ জন নিহত হয়েছিল। সম্প্রতি রাজধানী কায়রো থেকে ৪৪০ কিলোমিটার দূরে তাহতায় দুই ট্রেনের সঙ্গে অন্তত ২০ জনের প্রাণহানি ছাড়াও প্রায় দুইশ জন আহত হয়েছিল।
এএস