মন্ত্রীর ছেলের শেষ যাত্রায় যোগ দিলেন নেতানিয়াহু

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলায় গাজায় গতকাল নিহত হন ইসরায়েলি সেনা গাল ইজেনকোত। তিনি ইসরায়েলের বর্তমান যুদ্ধকালীন মন্ত্রীসভার দপ্তরবিহীন মন্ত্রী গাদি ইজেনকোর ছেলে।
গাজার জাবালিয়া ক্যাম্পে বোমা বিস্ফোরিত হয়ে গুরুতর আহত হন গাল ইজেনকোত। এরপর তাকে দ্রুত ইসরায়েলের একটি হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই মৃত্যু হয় তার।
দপ্তরবিহীন মন্ত্রী গাদি ইজেনকোতের ছেলের শেষযাত্রায় শুক্রবার (৮ ডিসেম্বর) যোগ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এছাড়া মন্ত্রীর ছেলের অন্ত্যোষ্টিক্রিয়ায় অংশ নিয়েছেন ইসরায়েলের প্রেসিডেন্টসহ অন্যান্য মন্ত্রীরাও।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সাবেক প্রধান ও দপ্তরবিহীন মন্ত্রী গাদি ইজেনকোত গতকাল ইসরায়েলি সেনাবাহিনীর সাউদার্ন কমান্ড সেন্টারে গিয়েছিলেন। সেখানে তার সঙ্গে ছিলেন মন্ত্রীসভার অপর মন্ত্রী বেনি গানজ। সেখানেই নিজের ছেলের মৃত্যুর খবর পান গাদি ইজেনকোত।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ২৫ বছর বয়সী গাল ইজেনকোত একটি সুড়ঙ্গের সামনে পাতা বোমার আঘাতে গুরুতর আহত হন। তিনি ইসরায়েলি সেনাবাহিনীর একজন কমান্ডো ছিলেন।
৭ অক্টোবর যুদ্ধ শুরু হলেও; গাজায় দখলদার ইসরায়েলি সেনারা স্থল হামলা শুরু করে গত ২৮ অক্টোবর থেকে। সেনাদের পাঠানোর আগে গাজা সীমান্তের কাছে প্রায় ৩ লাখ সেনা জড়ো করেছিল ইসরায়েল। এরমধ্যে অনেক সেনা ট্যাংক ও সাজোঁয়া যান নিয়ে গাজায় ঢুকে পড়ে।
ইসরায়েলিদের তথ্য অনুযায়ী, স্থল অভিযানে এখন পর্যন্ত ৯২ সেনা নিহত হয়েছে। অপরদিকে গত ৭ অক্টোবর থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত মৃত্যু হয়েছে ৪২০ সেনার।
মার্কিন সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নালের তথ্য অনুযায়ী, ইসরায়েলিদের হামলায় এখন পর্যন্ত হামাসের ৫ হাজার যোদ্ধা নিহত হয়েছেন।
সূত্র: বিবিসি, টাইমস অব ইসরায়েল
এমটিআই