মিসরে ‘প্রতিদ্বন্দ্বিতাহীন’ প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ চলছে

উত্তরপূর্ব আফ্রিকার দেশ মিসরে অনুষ্ঠিত হচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন। রোববার (১০ ডিসেম্বর) ভোটগ্রহণ শুরু হয়েছে। যা আগামী তিনদিন চলবে। এরপর ১৮ ডিসেম্বর ফলাফল ঘোষণা করা হবে।
বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, এবারের নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ এল-সিসিসহ মোট চারজন প্রতিদ্বন্দ্বি নির্বাচন করছেন। তবে বাকি যে তিন প্রার্থী রয়েছেন তাদের কেউই হাইপ্রোফাইল নয়। ফলে মোটামুটি নিশ্চিত করে বলা হচ্ছে, ‘প্রতিদ্বন্দ্বিতাহীন’ এ নির্বাচনের মাধ্যমে তৃতীয়বারের মতো ক্ষমতায় আসতে যাচ্ছেন সিসি।
২০১৩ সালে মিসরের প্রথম ও একমাত্র নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করেন তৎকালীন সেনাপ্রধান সিসি।
মিসরে এমন সময় নির্বাচন হচ্ছে, যখন দেশটির সীমান্তে চলছে গাজা ও ইসরায়েলের যুদ্ধ। এছাড়া মিসর বর্তমানে নিজেদের ইতিহাসে সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়েও যাচ্ছে।
সিসি যদি আবারও নির্বাচিত হন তাহলে নতুন করে আরও ছয় বছরের জন্য ক্ষমতায় থাকবেন তিনি। আর নির্বাচিত হয়ে তাকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা, বৈদেশিক মুদ্রার সংকট নিরসন করা এবং গাজা-ইসরায়েল যুদ্ধ যেন অন্য কোথাও ছড়িয়ে না পড়তে পারে সে ব্যাপারে কাজ করতে হবে।
রোববার সকালে ভোট শুরু হওয়ার পর রাজধানী কায়রোতে স্বল্প সংখ্যক মানুষকে ভোটকেন্দ্রে দেখা যায়।
সমালোচকরা এ নির্বাচনকে শুধুমাত্র প্রতিদ্বন্দ্বিতাহীন হিসেবেই আখ্যায়িত করেননি। তারা একে একটি ‘ভুয়া নির্বাচন হিসেবেও অভিহিত করেছেন। কারণ সিসি ক্ষমতা দখলের পর বিরোধী মতাদর্শের যত মানুষ ছিলেন তাদের সবার ওপর দমন নিপীড়ন চালিয়েছেন।
সূত্র: রয়টার্স
এমটিআই