লেবাননে বিস্তৃত অভিযান শুরু ইসরায়েলি বিমান বাহিনীর

লেবাননভিত্তিক সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহর ড্রোন হামলার পর দেশটিতে বিস্তৃত অভিযান শুরু করেছে ইসরায়েলের বিমান বাহিনী। রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ তথ্য নিশ্চিত করেছে সেখানকার প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
শনিবার লেবানন সীমান্ত থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সেনা ঘাঁটি গ্যালিলির উদ্দেশে বিস্ফোরকভর্তি দু’টি ড্রোন ওড়ায় হিজবুল্লাহ। ড্রোনের আঘাতে ৬ জন ইসরায়েলি সেনা আহত হয়েছেন, তবে কারো আঘাত গুরুতর নয়। পরে এই হামলার দায় স্বীকার করে হিজবুল্লা।
সেই হামলার জবাব দিতেই লেবাননে বিস্তৃত অভিযান শুরু করেছে ইসরায়েলি বিমান বাহিনী। চলমান অভিযানে হিজবুল্লাহর বিভিন্ন রকেট উৎক্ষেপণ কেন্দ্র, সেনা ছাউনি ও অন্যান্য সামরিক স্থাপনা এই ধ্বংসের লক্ষ্য নেওয়া হয়েছে বলে এক্সবার্তায় জানিয়েছে আইডিএফ।
‘লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত এই অভিযান চলবে,’ এক্সবার্তায় বলেছে আইডিএফ।
— Emanuel (Mannie) Fabian (@manniefabian) December 10, 2023
প্রসঙ্গত, গত ৭ অক্টোবর হামাসের অতর্কিত হামলার জবাবে ওই দিন গাজা উপত্যকায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী; কাছাকাছি সময়ে লেবাননের দক্ষিণাঞ্চলীয় সীমান্ত থেকে ইসরায়েলের দিকে রকেট ও গোলা নিক্ষেপ শুরু করে হিজবুল্লাহও।
আইডিএফের তথ্য অনুযায়ী, গত দুই মাসে প্রায় লেবাননের দক্ষিণাঞ্চলীয় সীমান্ত থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলে প্রায় ৫০ বার হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এসব হামলায় কয়েকজন ইসরায়েলি সৈন্য হতাহতও হয়েছেন।
এসএমডব্লিউ