ইউক্রেন যুদ্ধে ৩ লাখ ১৫ হাজার রুশ সেনা হতাহত, দাবি যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র আনুমানিকভাবে বলছে যে ইউক্রেন যুদ্ধে এ পর্যন্ত ৩ লাখ ১৫ হাজার রুশ সেনা হতাহত হয়েছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা রিপোর্ট উদ্ধৃত করে বুধবার এ কথা জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।
প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, রুশ সেনার হতাহতের এই সংখ্যা যুদ্ধের শুরুতে অংশ নেওয়া রুশ স্থলসেনার মূল অংশের প্রায় ৯০ শতাংশ। এ ছাড়া ওয়াগনারের মতো ভাড়াটে যোদ্ধাদলের বড় অংশও নিশ্চিহ্ন হয়েছে ইউক্রেন যুদ্ধে।
পাশাপাশি, রুশ ট্যাঙ্ক এবং সাঁজোয়া বাহিনীর যে ক্ষতি হয়েছে, তাতে তাদের আধুনিকীকরণের প্রক্রিয়া আরও অন্তত ১৮ বছর পিছিয়ে গেছে বলেও ওই গোয়েন্দা রিপোর্টে উল্লেখ করা হয়েছে বলে রয়টার্সের প্রতিবেদনে দাবি করা হয়েছে।
এনএফ