বাহরাইনে ব্রিটিশ নৌবাহিনীর দুই জাহাজের মধ্যে সংঘর্ষ

বাহরাইনের একটি সমুদ্র বন্দরে যুক্তরাজ্যের নৌবাহিনীর দুটি জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর বিষয়টি নিশ্চিত করে ব্রিটিশ নৌবাহিনী।
সংঘর্ষে জাহাজ ক্ষতিগ্রস্ত হলেও; কোনো মানুষ হতাহত হননি। বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, শুক্রবার (১৯ জানুয়ারি) এ ঘটনা ঘটে।
ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ঠেকাতে গালফ অঞ্চলে এ মুহূর্তে অবস্থান করছে যুক্তরাজ্যের নৌবাহিনীর বেশ কয়েকটি জাহাজ। যে দুটির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, সেগুলো মাইন হান্টার জাহাজ। এসব জাহাজ সমুদ্রে থাকা মাইন শনাক্ত ও সেগুলো পরিষ্কারে সহায়তা করে থাকে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যাচ্ছে, এইচএমএস চিডিংফোল্ড নামের একট জাহাজ পেছন দিক দিয়ে ভেসে গিয়ে এইচএমএস মুরড নামের জাহাজকে ধাক্কা দিচ্ছে। ওই সময় সংঘর্ষের বিকট শব্দ শোনা যায়।
ব্রিটিশ নৌবাহিনীর অপারেশন্স কমান্ডার রিয়ার অ্যাডমিরাল এডওয়ার্ড আহলগ্রেন মাইক্রো ব্লগিং সাইট এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে জানিয়েছেন, দুই জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটলেও এতে কেউ হতাহত হননি।
এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ভবিষ্যতে যেন এমন কিছু না হয় সেটি নিশ্চিতে কাজ করা হবে বলেও আশ্বস্ত করেছেন তিনি।
সূত্র: রয়টার্স
এমটিআই