ব্রেন টিউমার অপারেশনের সময় গিটার বাজালেন যুবক

ব্রেন টিউমারের মতো জটিল অপারেশন চলার সময় গিটার বাজিয়েছেন যুক্তরাষ্ট্রের এক যুবক। ফ্লোরিডা রাজ্যের মিয়ামির সিলভিস্টার কম্প্রেহেনসিভ ক্যানসার সেন্টারে ক্রিস্টিয়ান নোলেন নামের ওই যুবকের ব্রেন টিউমার অপারেশন হয়।
যে চিকিৎসকরা অপারেশন করেছেন, তারাই ক্রিস্টিয়ান নোলেনকে গিটার বাজানোর জন্য বলেন। গত ১৬ জানুয়ারি এক প্রতিবেদনে এ তথ্য জানায় মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ।
জেগে থাকা অবস্থায় তার টিউমারের অপারেশন করা হয় যেন— অপারেশনের কারণে তার হাতের সক্ষমতার কোনো ক্ষতি না হয়। ক্রিস্টিয়ান নোলেনেরর ব্রেনের সামনের অংশ থেকে টিউমারটি অপারেশন করা হয়।
সিলভিস্টার কম্প্রেহেনসিভ ক্যানসার সেন্টারের পরিচালক ডাক্তার রিকার্ডো কোমোতার জানিয়েছেন, ক্রিস্টান তার দেহের বাম পাশে দীর্ঘ সময় ধরে অস্বস্তি বোধ করছিলেন। বিশেষ করে হাতের সক্ষমতা কমে যাচ্ছিল তার। এতে করে ঠিকমতো গিটার বাজাতে পারছিলেন না তিনি। তখন পরীক্ষা-নিরীক্ষায় জানা যায়, তার ব্রেনে টিউমার হয়েছে।
কেন ক্রিস্টানকে জাগ্রত অবস্থায় অপারেশন করা হয়েছে, এবং কেন অপারেশনের সময় তাকে গিটার বাজতে বলা হয়েছে? সে বিষয়টি সম্পর্কেও জানিয়েছেন ডাক্তার রিকার্ডো কোমোতার।
তিনি বলেছেন, ‘যখন ব্রেনের স্পর্শকাতর স্থানে টিউমার হয়— যে স্থানের মাধ্যমে কথা বলা, ভাষা বোঝা এবং নড়াচড়া নিয়ন্ত্রিত হয়— সেখানে অপারেশন হলে রোগীকে জাগিয়ে রাখা হয়। এভাবে রোগীর ওপর সার্বক্ষণিক নজর রাখা যায় এবং এতে বোঝা যায় অপারেশনের সময় ব্রেনের ক্ষতি হচ্ছে কি না।’
অপরদিকে ক্রিস্টিয়ান যেহেতু তার জীবনের বেশিরভাগ সময় গিটার বাজিয়েছেন। ফলে অপারেশনের সময় তাকে গিটার বাজাতে দেওয়া হয়— যেন তারা বুঝতে পারেন তার ব্রেনের কোথায় আসল সমস্যাটি।
চিকিৎসকরা ক্রিস্টিয়ানকে অপারেশনের আগে অবশ্য ঘুম পাড়িয়ে দেন। অপারেশনের নির্দিষ্ট একটি সময়ের জন্য তাকে জাগানো হয়। ওই সময় শেষে আবারও তাকে ঘুম পাড়িয়ে দেওয়া হয়।
ফক্স নিউজকে ক্রিস্টিয়ান জানিয়েছেন, যখন তাকে অপারেশনের মাঝে জাগানো হয় এবং গিটার বাজাতে বলা হয়— তখন সবকিছু তার কাছে অবাস্তব লাগছিল।
ভাগ্যবশত চিকিৎসকরা ক্রিস্টিয়ানের ব্রেন থেকে পুরো টিউমারটি অপসারণ করতে সমর্থ হন।
সূত্র: ফক্স নিউজ
এমটিআই