গাজায় বিমান থেকে ‘ভুয়া পত্রিকা’ ফেলল ইসরায়েল

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান থেকে ‘ভুয়া পত্রিকা’ ফেলেছে ইসরায়েলি সেনারা। ওই পত্রিকায় সশস্ত্র গোষ্ঠী হামাসের বিষেদাগার করা হয়েছে। এতে বলা হয়েছে, ‘হামাস ফিলিস্তিনিদের শিশুদের হত্যা করছে, যা কিছু ভালো তার সব ধ্বংস করছে।’
ইসরায়েলি সংবাদমাধ্যম কান নিউজ শনিবার (৩ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ছোট লিফলেট আকারের এ পত্রিকায় আরও লেখা হয়েছে, ‘সাধারণ ফিলিস্তিনিদের অর্থকড়ি সুড়ঙ্গ এবং অস্ত্রের ভেতর পোড়াচ্ছে হামাস। তারা আপনাদের মারছে এবং অত্যাচার করছে। আপনাদের পরিবারকে রাস্তায় পরিত্যক্ত করেছে এবং তারা সুড়ঙ্গে লুকিয়ে আছে। আপনি কি এখনো চুপ? এটি শুধুমাত্র সমুদ্রের একটি ফোটা মাত্র। জেগে উঠুন। আপনার ভবিষ্যত আপনার হাতে।’
মূলত গাজাবাসীকে দখলদার ইসরায়েলি সেনারা বোঝাতে চেয়েছে হামাস তাদের রক্ষার বদলে ক্ষতি করছে। তবে চার মাস ধরে বর্বরতা চালানো ইসরায়েলিদের সাধারণ মানুষ বিশ্বাস করেন না।
আরও পড়ুন
গত ৭ অক্টোবর সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের যুদ্ধ শুরু হয়। যুদ্ধের মধ্যে বিমান থেকে গাজায় এর আগেও লিফলেট ফেলেছে ইসরায়েল। তবে সেসব লিফলেটে মূলত বিভিন্ন অঞ্চল খালি করার নির্দেশনা ছিল। তারা এবারই প্রথমবার ভুয়া পত্রিকা ছাপিয়ে বিমান থেকে এসব লিফলেট গাজায় ফেলেছে।
ইসরায়েলিদের বর্বর ও নির্বিচার বোমা হামলায় গাজা উপত্যকায় এখন পর্যন্ত ২৭ হাজারের বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও প্রায় ৭০ হাজার মানুষ। তাদের এসব নির্বিচার হামলায় গাজার অর্ধেকের বেশি বাড়ি-ঘর ধ্বংস হয়ে গেছে। ফলে বেশিরভাগ মানুষ এখন বাস্তুচ্যুত হয়ে পড়েছেন।
সূত্র: আলজাজিরা
এমটিআই