পশ্চিমবঙ্গে আক্রান্ত প্রায় ১০ হাজার, মৃত্যু ৪৬

গোটা ভারতের মতো পশ্চিমবঙ্গেও বেড়েছে করোনাভাইরাসের প্রকোপ। দৈনিক আক্রান্ত এক ধাক্কায় ১০ হাজারের কাছাকাছি গিয়ে ঠেকেছে গতদিন। এর আগে কখনোই একদিনে এত মানুষ আক্রান্ত হয়নি। এছাড়া গতদিন করোনায় আক্রান্ত আরও ৪৬ জনের মৃত্যুও হয়েছে।
মঙ্গলবার পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় গোটা রাজ্যে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৮১৯ জন। শুধু কলকাতাতেই আক্রান্ত ২ হাজার ২৩৪। তবে শুধু কলকাতা নয় পশ্চিমবঙ্গে রাজ্যজুড়ে করোনার প্রকোপ এখন ভয়াবহ।
কলকাতা শীর্ষে থাকলেও দৈনিক করোনা সংক্রমণের নিরিখে পিছিয়ে নেই উত্তর চব্বিশ পরগনাও। ওই জেলায় নতুন আক্রান্ত ১ হাজার ৯০২ জন। করোনা পশ্চিমবঙ্গে এখন পর্যন্ত মোট ৬ লাখ ৭৮ হাজার ১৭২ জনের শরীরে সংক্রমণ ছড়িয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর।
লাফিয়ে লাফিয়ে সংক্রমণ বৃদ্ধির পাশাপাশি মৃত্যুর সংখ্যাও উদ্বেগজনক ভাবে বেড়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৪৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে উত্তর চব্বিশ পরগনায় ১৫, কলকাতায় ১৩, মালদহে ৪ এবং পশ্চিম বর্ধমান, হাওড়া ও হুগলিতে ২ জন করে মারা গেছে।
অন্যদিকে, দার্জিলিং, কালিম্পিং, জলপাইগুড়ি, মুর্শিদাবাদ, নদীয়া, পুরুলিয়া, দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ১ জন করে মারা গেছে। এ পর্যন্ত বাংলাদেশ সীমান্ত লাগোয়া ভারতের ওই রাজ্যে ১০ হাজার ৬৫২ জন করোনা রোগী প্রাণ হারিয়েছেন।
এমন পরিস্থিতে টিকাদান কর্মসূচি জোরালো করা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যের ২ লাখ ১২ হাজার ৫৭০ জনকে টিকা দেওয়া হয়েছে। তবে তা সত্ত্বেও ‘পজিটিভিটি রেট’ (দৈনিক নমুনা পরীক্ষার বিপরীতে আক্রান্তের হার) গিয়ে ঠেকেছে ১৯ দশমিক ৬২ শতাংশে।
দৈনিক টিকার মতোই কোভিড টেস্টের সংখ্যাও গতদিনের থেকে অনেকটাই বেড়েছে। গত ২৪ ঘণ্টায় মোট ৫০ হাজার ৪৪টি কোভিড টেস্ট হয়েছে। সব মিলিয়ে এখনও পর্যন্ত ৯৯ লক্ষ ৩২২টি করোনা নমুনা পরীক্ষা হয়েছে বলে জানিয়েছে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দফতর।
রাজ্যজুড়ে সংক্রমণ বাড়লেও লকডাউনের কথা ভাবছেন না জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করোনা রোগীদের চিকিৎসা সুযোগ বাড়ানোর পাশাপাশি ঘরে বসে কাজের ওপর জোর দিয়েছেন তিনি। উল্লেখ্য, পশ্চিমবঙ্গে বিধানসভার দুই দফার ভোট বাকি রয়েছে।
এএস