পশ্চিমবঙ্গে ষষ্ঠ দফার ভোটগ্রহণ শুরু

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনে ইতোমধ্যেই ৫ দফার ভোটগ্রহণ শেষ হয়েছে। বৃহস্পতিবার (২২ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৭টা থেকে শুরু হয়েছে রাজ্যটির চার জেলার ৪৩ আসনে ষষ্ঠ দফার ভোটগ্রহণ। এ উপলক্ষে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, বৃহস্পতিবার রাজ্যের চারটি জেলার ৪৩টি বিধানসভা আসনে ভোটগ্রহণ হচ্ছে। এর মধ্যে উত্তর দিনাজপুরের ৯টি, নদিয়ার ৯টি, পূর্ব বর্ধমানের ৮টি এবং উত্তর ২৪ পরগনার ১৭টি আসন রয়েছে।
— ANI (@ANI) April 22, 2021
২০১৬ সালের বিধানসভা নির্বাচনে এই ৪৩টি আসনের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস জিতেছিল ৩২টিতে। জোট বেঁধে লড়ে কংগ্রেস ৭টি এবং বাম দলগুলো জয় পেয়েছিল ৪টি আসনে। তবে ২০১৬ সালের সেই বিধানসভা নির্বাচনে বিজেপি এই আসনগুলোর একটিতেও জিততে পারেনি।
এমনকি পরবর্তীতে উপনির্বাচনে কংগ্রেসের জয় পাওয়া উত্তর দিনাজপুরের ইসলামপুর, কালিয়াগঞ্জ এবং উত্তর ২৪ পরগনার নোয়াপাড়ার মতো আসনও ছিনিয়ে নেয় তৃণমূল।

অবশ্য ৩ বছর পরে ২০১৯ সালের লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফলের হিসেবে তৃণমূল ৪ জেলার ওই ৪৩টি আসনের মধ্যে ২৪টিতে এগিয়ে রয়েছে। ১৯টি আসনে এগিয়ে থেকে প্রধান প্রতিপক্ষ হিসেবে উঠে এসেছে বিজেপি। আলাদা ভাবে লড়ে বাম এবং কংগ্রেস একটি আসনেও প্রথম স্থানে যেতে পারেনি।
২০১৬ সালের ওই ৪৩টি আসন মিলিয়ে তৃণমূল পেয়েছিল ৪৪ দশমিক ৮৯ শতাংশ ভোট। বিজেপি ১০ দশমিক ৭৪ শতাংশ এবং বাম-কংগ্রেস জোট ৩৯ দশমিক ২৪ শতাংশ ভোট পেয়েছিল।

২০১৯ সালের লোকসভা নির্বাচনের ফল বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, তৃণমূলের ভোট সামান্য কমে হয়েছে ৪২ দশমিক ৫৮ শতাংশ। বিজেপির প্রায় ৪ গুণ বেড়ে হয়েছে ৪০ দশমিক ৮৫ শতাংশ। আলাদা প্রতিদ্বন্দ্বিতা করে বামেরা ৯ দশমিক ৭৫ এবং কংগ্রেস ৩ দশমিক ৭১ শতাংশ ভোট পেয়েছে।
টিএম