সিনোফার্ম থেকে ১২ লাখ ডোজ টিকা কিনবে পাকিস্তান

চীনের রাষ্ট্রায়ত্ত ফার্মাসিউটিক্যাল জায়ান্ট সিনোফার্মের কোভিড-১৯ টিকার ১২ লাখ ডোজ কেনার কথা জানিয়েছেন পাকিস্তানের এক মন্ত্রী। করোনার দ্বিতীয় সংক্রমণের মুখে পড়া দক্ষিণ এশিয়ার দেশটির কোনো কর্তৃপক্ষ এই প্রথম টিকা কেনার প্রতিশ্রুতি দিল।
বুধবার (৩০ ডিসেম্বর) সিনোফার্ম তাদের কোভিড-১৯ টিকা ৭৯ শতাংশ কার্যকর বলে জানায়। এরপর বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) চীনে সিনোফার্মের টিকা সাধারণ মানুষের ব্যবহারের অনুমোদন দেয় কর্তৃপক্ষ।
টিকা কেনার বিষয়ে পাকিস্তানের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী চৌধুরী ফাওয়াদ হুসেইন বলেন, চীনের সিনোফার্মের প্রাথমিক ১২ লাখ ডোজ টিকা কেনার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। এসব টিকা ২০২১ সালের প্রথম প্রান্তিকে সম্মুখসারির যোদ্ধাদের বিনামূল্যে প্রয়োগ করা হবে।
কোভিড-১৯ টিকার জন্য চলতি মাসের শুরুতে ১৫ কোটি ডলার অনুমোদন দেয় পাকিস্তান।
এছাড়া আন্তর্জাতিকভাবে অনুমোদন পাওয়া কোনো টিকা যদি কোনো বেসরকারি কোম্পানি আমদানি করতে চায়, তারা তা আনতে পারবে বলেও জানান হুসেইন।
২২ কোটি জনসংখ্যার দেশটিতে বর্তমানে করোনার দ্বিতীয় ঢেউ চলছে। সবশেষ বুধবার কোভিড-১৯ রোগে ৫৮ জনের মৃত্যু হয়েছে, মোট মারা গেছেন ১০ হাজারের বেশি মানুষ। সবশেষ প্রায় আড়াই হাজার আক্রান্ত নিয়ে সে সংখ্যা ছাড়িয়েছে পৌনে ৫ লাখ।
বিশ্বের প্রথম দেশ হিসেবে চলতি মাসে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) চীনের সিনোফার্মের তৈরি টিকা ব্যবহারের অনুমোদন দেয়। তবে জরুরি অনুমোদন দিয়ে এর আগেই চীনে বহু মানুষকে টিকা দেওয়া হয়েছে।
কোভিড-১৯ টিকা তৈরির দৌড়ে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে সমানতালে এগিয়ে রয়েছে করোনার শনাক্তস্থল চীনও। দেশটিতে এরইমধ্যে করোনার পাঁচটি টিকা ক্লিনিক্যাল ট্রায়ালের তৃতীয় ধাপে রয়েছে।
জেডএস