বিজেপি নেতা বাবুল সুপ্রিয়’র আবার করোনা

দ্বিতীয়বারের মতো করোনায় আক্রান্ত হয়েছেন বিজেপির শীর্ষ নেতা ও নরেন্দ্র মোদি সরকারের মন্ত্রী বাবুল সুপ্রিয়। ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন তার স্ত্রী রচনাও। রোববার নিজেই টুইট করে এ কথা জানিয়েছেন বাবুল।
তিনি লেখেন, ‘আমি ও আমার স্ত্রী করোনায় আক্রান্ত হয়েছি। আমি হলাম দ্বিতীয়বার। দুঃখের বিষয়, আসানসোলে এবারের ভোট দিতে পারব না। কিন্তু ২৬ এপ্রিল আমাকে রাস্তায় প্রয়োজন ছিল। কারণ তৃণমূলের দুষ্কৃতকারীরা সেখানে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে’।
ভারতে করোনার ভয়াবহ প্রকোপের মধ্যেও থেমে নেই পশ্চিমবঙ্গসহ বেশ কয়েকটি রাজ্যের বিধানসভা নির্বাচন। এরমধ্যে আগামীকাল সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের মোট আট দফার সপ্তম দফায় ভোট হবে। এই পর্বে আসানসোলসহ ভোট হবে মোট ৩৬টি আসনে।
— Babul Supriyo (@SuPriyoBabul) April 25, 2021
ভারতের কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় লোকসভার আসানসোল আসনের বিজেপির দুবারের সাংসদ। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তিনি টালিগঞ্জ আসনে প্রার্থী হয়েছেন। সেখানে অবশ্য ইতোমধ্যে ভোট হয়ে গেছে।
গত বছর ডিসেম্বরে জনপ্রিয় সঙ্গীতশিল্পী বাবুলের বাবা সুনীলচন্দ্র বড়াল ও মা সুমিত্রা বড়াল করোনায় আক্রান্ত হয়েছিলেন। দু’জনেই গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে ভর্তি ছিলেন। বাবার রিপোর্ট নেগেটিভ আসায় বাড়ি ফেরেন। কিন্তু মা সুমিত্রার মৃত্যু হয় ৯ ডিসেম্বর।
এএস/জেএস