করোনা রোগীকে দেওয়া হলো পানিভর্তি ইনজেকশন

করোনাভাইরাস বেশ ভালোভাবেই পেয়ে বসেছে ভারতকে। দেশটিতে সংক্রমণ ও মৃতের সংখ্যা রেকর্ডের পর রেকর্ড ভাঙছে। অক্সিজেনের ঘাটতি দেখা দিয়েছে হাসপাতালে হাসপাতালে। মৃতের সংখ্যা এতই বেড়েছে যে, শ্মশানেও জায়গা হচ্ছে না।
ভারতে যখন করোনা পরিস্থিতির এমন নাজুক অবস্থা, তখন ভয়াবহ এক খবর পাওয়া গেল। শোনা গেল করোনাভাইরাসে আক্রান্ত রোগীকে দেওয়া হয়েছে পানি ভর্তি ইনজেকশন। এমন ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের মেরঠের সুভরতী মেডিকেল কলেজ হাসপাতালে।
ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, সেখানকার দুই ওয়ার্ডবয় এই কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে অভিযোগ করোনার জীবনদায়ী ওষুধ রেমডিসিভিরের কালোবাজারি করছে তারা। ওই হাসপাতালেরই করোনা রোগীদের জন্য বরাদ্দ রেমডিসিভির ইনজেকশন খোলা বাজারে ২৫ হাজার টাকা করে বিক্রি করে দিচ্ছে তারা। আর হাসপাতালের রোগীদের দিয়ে দিচ্ছে পানিভর্তি ইনজেকশন।
এ ঘটনা স্বাস্থ্য সংশ্লিষ্টদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি করেছে। হাসপাতাল কর্তৃপক্ষ এ ঘটনায় ইতোমধ্যেই পুলিশের কাছে লিখিত অভিযোগও দায়ের করেছে। এখন পর্যন্ত ছয়জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।
শনিবার ভারতে দেশজুড়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৪৯ হাজার ৩১৩ জন, যা বিশ্বের দেশগুলোর মধ্যে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড। আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে দৈনিক মৃত্যুর সংখ্যাও বাড়ছে ভারতে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় মারা গেছেন মোট ২ হাজার ৭৬৭ জন রোগী। আগের দিন এই সংখ্যা ছিল ২ হাজার ৬২৪ জন।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত তিন দিনে ভারতে করোনায় আক্রান্ত নতুন রোগীর সংখ্যা ছাড়িয়েছে ১০ লাখ, মৃত্যু ছাড়িয়েছে ৭ হাজার ৫০০।
আরএইচ