ব্রেক্সিটের পর ব্রিটেনের নতুন যুগের শুরু

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে যাওয়ার (ব্রেক্সিট) সব আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর নতুন বছরের প্রথম দিন থেকে নতুন এক যুগে প্রবেশ করেছে যুক্তরাজ্য। এ পথে এবার একলা চলতে হবে দেশটিকে।
২০২১ সালের প্রথম প্রহর থেকেই ইইউ’র নিয়মনীতি মেনে চলা বন্ধ করে দেয় যুক্তরাজ্য। ঠিক একই সময় থেকে দুই পক্ষের মধ্যে ভ্রমণ, বাণিজ্য, অভিবাসন ও নিরাপত্তা সহযোগিতা নিয়ে কার্যকর হয় নতুন নিয়ম।
যুক্তরাজ্য একটি স্বাধীন, আন্তর্জাতিকতাবাদে বিশ্বাসী রাষ্ট্রে পরিণত হলো। স্বাধীনভাবে এবার বাণিজ্যে অংশ নেওয়া যাবে
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ‘যুক্তরাজ্যের স্বাধীনতা তো আমাদের হাতেই ছিল। অন্যরকমভাবে আরও ভালো কিছু করতে পারতাম আমরা। অবশেষে দীর্ঘতর এই ব্রেক্সিট প্রক্রিয়া শেষ হয়েছে।’
নতুন বছর উপলক্ষে দেওয়া বক্তৃতায় কট্টর ব্রেক্সিটপন্থী ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস বলেছেন, যুক্তরাজ্য একটি স্বাধীন, আন্তর্জাতিকতাবাদে বিশ্বাসী রাষ্ট্রে পরিণত হলো। স্বাধীনভাবে এবার বাণিজ্যে অংশ নেওয়া যাবে।
২০১৬ সালের গণভোটে অর্থনৈতিক ও বাণিজ্যিক জোট ইইউ থেকে বেরিয়ে যাওয়ার ঐতিহাসিক সিদ্ধান্ত নেয় ব্রিটেন।
ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, বন্ধু ও মিত্র হিসেবেই থাকবে যুক্তরাজ্য। তবে বন্ধুপ্রতিম প্রতিবেশী হিসেবে উল্লেখ করলেও ব্রেক্সিটের পর কীভাবে সেই সম্পর্ক বজায় থাকবে, তা নিয়ে উদ্বিগ্ন তিনি।
নতুন নিয়মে ইউরোপের অন্যান্য দেশের সঙ্গে ব্রিটিশ কোম্পানিগুলোর ব্যবসায়ে যেসব পরিবর্তন তৈরি হয়েছে এর সঙ্গে খাপ খাওয়াতে আগামী কিছুদিন কিছুটা বিঘ্ন ঘটবে বলে সতর্ক করে দিয়েছেন ব্রিটিশ মন্ত্রীরা।
ব্রেক্সিটের পর সম্পর্ক নির্ধারণে চুক্তির জন্য ২০২০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়সীমা ছিল। গত ২৪ ডিসেম্বর দুই পক্ষ চুক্তির ঘোষণা দিলে শেষ হয় সব আনুষ্ঠানিকতা।
২০১৬ সালের গণভোটে অর্থনৈতিক ও বাণিজ্যিক জোট ইইউ থেকে বেরিয়ে যাওয়ার ঐতিহাসিক সিদ্ধান্ত নেয় ব্রিটেন। সাড়ে তিন বছরের প্রতিবন্ধকতা শেষে ২০২০ সালের ৩১ জানুয়ারি সেই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
তবে তখন একেবারে বিচ্ছেদ কার্যকর হয়নি। ব্রেক্সিটের পর সম্পর্ক নির্ধারণে চুক্তির জন্য ২০২০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়সীমা ছিল। গত ২৪ ডিসেম্বর দুই পক্ষ চুক্তির ঘোষণা দিলে শেষ হয় সব আনুষ্ঠানিকতা।
ইইউ’র বাজারে শুল্কমুক্ত সুবিধা পেলেও এখন থেকে যুক্তরাজ্যের মানুষজন আগের মতো স্বাধীনভাবে ইউরোপে যাতায়াত করতে পারবেন না। ভিসা করেই ইউরোপের যে কোনো দেশে ঢুকতে হবে তাদের।
বড়দিনের একদিন আগে চুক্তির ঘোষণা আসার পর বছর শেষ হওয়ার আগেই ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্ট এবং গতকাল ৩১ ডিসেম্বর ব্রিটিশ পার্লামেন্টে চুক্তিটি অনুমোদিত হলে ১ জানুয়ারি থেকে তা কার্যকর হলো।
ইইউ’র বাজারে শুল্কমুক্ত সুবিধা পেলেও এখন থেকে যুক্তরাজ্যের মানুষজন আগের মতো স্বাধীনভাবে ইউরোপে যাতায়াত করতে পারবেন না। ভিসা করেই ইউরোপের যে কোনো দেশে ঢুকতে হবে তাদের।
চুক্তি অনুযায়ী, ছয় মাসের (১৮০ দিন) মধ্যে টানা তিন মাস (৯০ দিন) যুক্তরাজ্যের কেউ ইউরোপের কোনো দেশে থাকতে চাইলে তাকে ভিসা করাতে হবে। অপরদিকে, ইউরোপের কেউ যুক্তরাজ্যে টানা ছয় মাস ভিসা ছাড়া থাকতে পারবেন। তবে এর বেশি থাকতে চাইলে তাকেও ভিসা করাতে হবে।
এছাড়া ইউরোপের অন্য কোনো দেশ থেকে যুক্তরাজ্যে গিয়ে কেউ কাজ করতে চাইলে অথবা যুক্তরাজ্য থেকে ইউরোপের অন্যান্য দেশগুলোতে গিয়ে কাজ করতে চাইলে ‘ওয়ার্ক ভিসা’ বাধ্যতামূলক করা হয়েছে।
এএস