চীনেও করোনার নতুন ধরন শনাক্ত

চীনের সাংহাই শহরের এক বাসিন্দার দেহে করোনাভাইরাসের নতুন ধরন শনাক্ত হয়েছে। এই তথ্য নিশ্চিত করেছেন দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা। সম্প্রতি যুক্তরাজ্যে প্রথমবার করোনার নতুন এই ধরন শনাক্ত হয়।
বুধবার চীনের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) পক্ষ থেকে জানানো হয়, সাংহাইয়ে করোনার নতুন ধরনে আক্রান্ত হয়েছেন ২৩ বছরের এক তরুণী। গত ১৪ ডিসেম্বর তিনি যুক্তরাজ্য থেকে চীনে ফেরেন।
করোনার নতুন এই ধরন শনাক্ত হওয়ার পর থেকে আন্তর্জাতিক ভ্রমণ সংক্রান্ত নিষেধাজ্ঞার কবলে পড়েছে যুক্তরাজ্য। চীনসহ অর্ধ শতাধিক দেশ যুক্তরাজ্যে ভ্রমণ ও ফ্লাইট চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
দেশে ফেরার পরপরই হালকা উপসর্গ দেখা দেওয়ায় হাসপাতালে ভর্তি হন তিনি। যুক্তরাজ্য থেকে ফেরায় গত ২৪ ডিসেম্বর তরুণীর দেহে পাওয়া নমুনার জেনেটিক সিকোয়েন্সিং করেন চীনের স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
পরীক্ষায় তার দেহে করোনার যে ধরন পাওয়া যায়, তার সঙ্গে সাংহাই ও উহানের ধরনের মিল না পাওয়ায় আরও পরীক্ষায় নিশ্চিত হওয়া যায়, যুক্তরাজ্যে শনাক্ত নতুন ধরনের সঙ্গে তার দেহে সংক্রমিত ধরনের মিল রয়েছে।
চীনের সিডিসির বিবৃতিতে আরও জানানো হয়েছে, তরুণীর দেহে করোনার নতুন ধরন শনাক্ত হওয়ার পর তাকে আইসোলেশনে রেখে তার সংস্পর্শে এসেছেন এমন ব্যক্তিদের খুঁজে বের করার কাজ করছে স্বাস্থ্য কর্তৃপক্ষ।
করোনাভাইরাসের নতুন ধরন শনাক্ত হওয়ার পর যুক্তরাজ্যে ভ্রমণ ও ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা আরোপের হিড়িক পড়ে। গত ২৪ ডিসেম্বর চীনও যুক্তরাজ্যে ভ্রমণ ও সব ধরনের ফ্লাইট চলাচলের ওপর নিষেধাজ্ঞা দেয়।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা তো আগেই বলেছেন, সম্প্রতি ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনও জানিয়েছেন যে, করোনাভাইরাসের প্রকৃত ধরনটির চেয়ে নতুন করে শনাক্ত হওয়া এই ধরন আরও ৭০ শতাংশ বেশি সংক্রামক।
সূত্র: এএফপি
এএস