আগ্নেয়াস্ত্র ধ্বংস করে স্টিল বানাচ্ছে বেলজিয়াম

বেলিজিয়াম কর্তৃপক্ষ পুলিশের কাছে থাকা বাইশ হাজারের বেশি আগ্নেয়াস্ত্র ধ্বংস করার পর গলিয়ে পুনরায় ব্যবহারযোগ্য ৬০ টন স্টিল তৈরি করেছে। চলতি সপ্তাহে দেশটিতে ঘটেছে এই ঘটনা। শুক্রবারের প্রতিবেদনে খবরটি জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
দেশজুড়ে সংগ্রহ করা এসব আগ্নেয়াস্ত্রের মধ্যে প্রায় অর্ধেকের বেশি অস্ত্র পুলিশের কাছে জমা দিয়েছেন এগুলোর মালিক। তাদের মধ্যে অনেকে উত্তরাধিকার সূত্রে অস্ত্রগুলো পেয়েছেন। তবে তারা তা ব্যবহার করতে চান না বলে বলে পুলিশের কাছে জমা দিয়েছেন।
এছাড়া বাকি অর্ধেক আগ্নেয়াস্ত্র পুলিশের। তবে সেগুলোর বেশিরভাগ অচল হয়ে গেছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী বেলিজিয়ামের পূর্বাঞ্চলীয় ইস্ট ফ্লান্ডার্স প্রদেশের গভর্নর ক্যারিনা ভ্যান ক্যাটার বিবৃতি দিয়ে সংবাদমাধ্যমকে অস্ত্র ধ্বংসের এই খবর জানিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেছেন, ‘এটা একটা দারুণ ব্যাপার। কেননা আমাদের সমাজ থেকে ২২ হাজার ৪৫৭ আগ্নেয়াস্ত্র নাই হয়ে গেল। এটা অবশ্যই আমাদের সমাজ ও নাগরিকের জন্য একটা ইতিবাচক বিষয়। কারণ এসব অস্ত্র আর কখনো ব্যবহার করা হবে না।’
এ নিয়ে তৃতীয়বার বেলজিয়ামের নিরাপত্তা বাহিনী দেশটির স্টিল জায়ান্ট আর্কেলোরমিট্টালের (এমটিএলইউ) এর সঙ্গে যৌথ উদ্যোগে এরকম হাজারো অস্ত্র ধ্বংস করলো। ঘেন্ট নামক একটি এলাকার কারখানায় তিন দিনের মধ্যে অস্ত্রগুলো স্টিলে রূপান্তরিত হয়।
এএস