ট্রাম্পের বাধা উপেক্ষা করে প্রতিরক্ষা বিল পাস

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আপত্তি জানিয়ে উভয় কক্ষে পাস হওয়া যে সামরিক বাজেটে ‘ভেটো’ জানিয়েছিলেন, তা উপেক্ষা করে দেশটির কংগ্রেসে দুই-তৃতীয়াংশ সংখাগরিষ্ঠতায় বিলটি পাস হয়েছে।
ট্রাম্প গত চার বছর প্রেসিডেন্ট থাকার সময় মোট নয়বার কংগ্রেসে পাস হওয়া বিলে ভেটো দেন। প্রতিবার তার ভেটো টিকে গেলেও এই প্রথমবার তার ভেটো উপেক্ষা করে মার্কিন কংগ্রেসে কোনো বিল পাস হলো।
দীর্ঘ আলোচনার পর আগামী বছরের জন্য যুক্তরাষ্ট্রের এই প্রতিরক্ষা বাজেট পাস করে কংগ্রেস। কিন্তু বিলটির বেশ কিছু ধারা নিয়ে আপত্তি ছিল ট্রাম্পের। এসব আপত্তি জানিয়ে তিনি বিলটিতে ভেটো দিয়েছিলেন।
ট্রাম্পের ভেটোর পর নতুন বছরের প্রথমদিনে ‘ন্যাশনাল ডিফেন্স অথোরাইজেশন অ্যাক্ট’ (এনডিএএ) নামের ৭৪০ কোটি ডলারের এই প্রতিরক্ষা বাজেট একশো সদস্যের সিনেটে ৮১-১৩ ভোটে পুনরায় পাস হয়।
মার্কিন প্রেসিডেন্ট কোনো বিলে ভেটো সত্ত্বেও সেই বিল আইনে পরিণত করতে চাইলে পুনরায় কংগ্রেসের উভয়কক্ষ অর্থাৎ মার্কিন প্রতিনিধি পরিষদ ও সিনেটে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায় পাস করাতে হয়।
ট্রাম্পের দল রিপাবলিকান নিয়ন্ত্রিত উচ্চকক্ষ সিনেটে প্রেসিডেন্টের ভেটো দেওয়া বিলটি পুনরায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায় পাস হওয়ার আগে একইভাবে ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদেও পাস হয়।
বিশ্লেষকরা বলছেন, ক্ষমতার মেয়াদ শেষ হওয়ার দুই সপ্তাহ আগে (২০ জানুয়ারি) নিজের ভেটো দেওয়া বিল নিজের দলের নিয়ন্ত্রণে থাকা সিনেটে পাস হওয়ায় অনেকটা বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েছেন ট্রাম্প।
ভেটো দেওয়া ওই বিল পাসের আগে হওয়া বিতর্কে সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা ও ট্রাম্পের ঘনিষ্ট হিসেবে পরিচিত রিপাবলিকান নেতা মিচ ম্যাককনেল বলেন, বিলটি পাস করার ব্যাপারি তিনি বদ্ধ পরিকর।
উল্লেখ্য, সংবিধান অনুযায়ী কংগ্রেসে পাস হওয়া কোনো বিল পাস করাতে হলে তাতে প্রেসিডেন্টের স্বাক্ষরের প্রয়োজন পড়ে। কিন্তু তাতে দ্বিমত থাকলে ভেটো দিতে পারেন প্রেসিডেন্ট। কিন্তু এমনটা খুব কমই ঘটে।
এএস