নেহেরুর রেকর্ড ছুঁয়ে ফেলবেন নরেন্দ্র মোদি?

ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের মধ্য দিয়ে টানা তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন নরেন্দ্র মোদি, এমনটায় আভাস মিলছে একাধিক গণমাধ্যমের খবরে। যদিও পূর্ণাঙ্গ ফল প্রকাশের আগে এখনই বিষয়টি নিশ্চিত হওয়া যাচ্ছে না। মোদি যদি প্রধানমন্ত্রী হন তাহলে তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর রেকর্ড স্পর্শ করে ফেলবেন।
ভারতীয় গণমাধ্যম এই দিনের খবরে বলা হয়, নেহেরু ১৯৪৭ সাল থেকে ১৯৬৪ সাল পর্যন্ত টানা ১৭ বছর প্রধানমন্ত্রী ছিলেন। লোকসভার ওয়েবসাইট অনুসারে, তিনি দেশের সবচেয়ে বেশি সময় ধরে দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী। নির্বাচন কমিশনের তথ্য অনুসারে, ১৯৫৭ সালে কংগ্রেস একাই ৩৭১টি আসন জিতেছিল। এটাই ছিল এযাবৎ লোকসভা নির্বাচনে যে কোনো একক রাজনৈতিক দলের দ্বারা জয়ী লোকসভা আসনের সর্বোচ্চ সংখ্যা। যার ফলে ১৯৫১ সালে প্রথম নির্বাচনের পর নেহেরু ফের ক্ষমতায় ফিরে আসেন।
কোনো কোনো সমীক্ষায় বিজেপি রেকর্ডসংখ্যক আসন পাবে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে। আর এই ভবিষ্যৎবাণী সত্যি প্রমাণিত হয়ে মোদি প্রধানমন্ত্রী হলে নেহেরুর রেকর্ড স্পর্শ করে ফেলবেন মোদি।
এমন পরিস্থিতিতে, সবার চোখ ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ফলাফলের দিকে, যা মঙ্গলবার, ৪ জুন ঘোষণা করা হবে। কোন রাজনৈতিক দল বা জোট সরকার গঠন করবে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তৃতীয় মেয়াদে কেন্দ্রে ফিরবেন কি না তা আর ফিরলে কত আসন পাবেন তা আগামীকালের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে।
এমজে