আগুনে পুড়ে কুকুরসহ খাঁচাবন্দি কয়েকশ পশুপাখির মৃত্যু

ভয়াবহ আগুনে পুড়ে কুকুরছানাসহ কয়েকশ পশুপাখির মৃত্যু হয়েছে। এসব পশুপাখি খাঁচায় বন্দি ছিল। আগুনে পশুপাখিদের মৃত্যু হওয়ার এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের চাটুচাক বাজারে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, মঙ্গলবার (১১ জুন) সকালে ওই বাজারে আগুন লাগে। এরপর এটি প্রায় ১০০টি দোকানে ছড়িয়ে পড়ে। যেখানে আগুন লাগে সেখানে পশুপাখির দোকান ছিল।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন আগুন নিয়ন্ত্রণে আনতে তাদের এক ঘণ্টা সময় লেগেছে। এ ঘটনায় কোনো মানুষের ক্ষয়ক্ষতি হয়নি।
তবে থাইল্যান্ডের সংবাদমাধ্যমে বলা হয়েছে, ভয়াবহ এ আগুনে কয়েকশ পশুপাখির মৃত্যু হয়েছে। যার মধ্যে ছিল কুকুরছানা, মাছ, সাপ, পাখি এবং খরগোশ। এসব পশুপাখি খাঁচা এবং দোকানের ভেতর ছিল। আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শকসার্কিট থেকে হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সরকারি কর্মকর্তারা জানিয়েছেন তারা ক্ষয়ক্ষতি নিরূপণের চেষ্টা করছেন এবং যেসব দোকানি ক্ষতিগ্রস্ত হয়েছে তারা চাইলে ক্ষতিপূরণের দাবি করতে পারবেন।
এই বাজারটিতে প্রায় সবধরনের জিনিস পাওয়া যায় বলে জানিয়েছে বিবিসি। থাইল্যান্ডে যারা ঘুরতে যান তারা এই বাজারটিতেও যান বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
২০১৩ সালে ব্যাংককে ১৪টি সাদা সিংহ উদ্ধার করেছিল পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই সময় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল। যার দোকান ছিল এই চাটুচাক বাজারে।
সূত্র: বিবিসি
এমটিআই