চীনের পার্কে ৪ মার্কিন প্রশিক্ষককে ছুরিকাঘাত

চীনের একটি পার্কে অজ্ঞাত হামলাকারীর ছুরিকাঘাতে আমেরিকার আইওয়ার একটি বিশ্ববিদ্যালয়ের চার প্রশিক্ষক আহত হয়েছেন। আহত প্রশিক্ষকদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (১০ জুন) চীনের স্থানীয় একটি মন্দির পরিদর্শনের সময় এক ব্যক্তি ছুরি নিয়ে তাদের ওপর হামলা চালায়।
আইওয়া কর্নেল কলেজের এক বিবৃতিতে বলা হয়েছে, উত্তরাঞ্চলীয় জিলিন প্রদেশে ওই প্রশিক্ষকেরা বেইশান পার্কে একটি মন্দির পরিদর্শন করছিলেন। তখন এক ব্যক্তি ছুরি নিয়ে হামলা চালালে গুরুতর আহত হন প্রশিক্ষকরা। হামলার কারণ এখনও জানা যায়নি।
আইওয়ার প্রতিনিধি পরিষদের সদস্য অ্যাডাম জাবনার বলেন, আহত চার প্রশিক্ষকের মধ্যে তার ভাই রয়েছেন।
তিনি বলেন, আমার ভাই ডেভিড জাবনার জিলিন শহরে একটি মন্দির পরিদর্শনের সময় ছুরির আঘাতে হাতে জখম হয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলা হয়, ওই চার প্রশিক্ষক চীনের একটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অংশীদারিত্বের অংশ হিসেবে পাঠদান করছিলেন। সোমবার পার্কটি পরিদর্শনের সময় দলটির সঙ্গে ছিলেন বেইহুয়া বিশ্ববিদ্যালয়ের এক সদস্য।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আহতদের তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হয়।
হামলাকারী হেফাজতে আছেন কি না এমন প্রশ্নের উত্তর দেননি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান। আরও তদন্তের প্রয়োজন রয়েছে বলেও জানান তিনি।
লিন বলেন, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। এই ঘটনা নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে। চীনকে ব্যাপকভাবে বিশ্বের অন্যতম নিরাপদ দেশ হিসেবে বিবেচনা করা হয়। চীনে বিদেশিরা নিরাপদ রয়েছে তা নিশ্চিত করার জন্য প্রাসঙ্গিক ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখবে। আমরা বিশ্বাস করি, এই ঘটনায় অন্য দেশের সঙ্গে আমাদের সম্পর্কের কোনো ক্ষতি হবে না।
এর আগে, মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র বিবিসিকে বলেছিলেন, তারা জিলিনে ছুরিকাঘাতের ঘটনা সম্পর্কে অবগত আছেন।
কেএ