মুম্বাই হামলার মূল পরিকল্পনাকারী পাকিস্তানে গ্রেফতার

এক যুগ আগের মুম্বাই হামলার মূল পরিকল্পনাকারী জাকিউর রহমান লাকভিকে ফের গ্রফতার করেছে পাকিস্তানের কাউন্টার টেররিজম বিভাগ (সিটিডি)। জঙ্গিবাদে অর্থায়নের অভিযোগে শনিবার তাকে গ্রেফতার করা হয় বলে এক বার্তায় জানিয়েছে সিটিডি পাঞ্জাব শাখা।
পাকিস্তানের কোন স্থান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে সেবিষয়ে উল্লেখ না করে সিটিডি বলছে, ‘সিটিডি পাঞ্জাব (পাকিস্তান) শাখা পরিচালিত এক গোয়েন্দা অভিযানে পাকিস্তানে নিষিদ্ধ সংগঠন লস্কর-ই-তাইয়েবার নেতা জাকিউর রহমান লাকভিকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে জঙ্গিবাদে অর্থায়নের অভিযোগ রয়েছে।’
উপমহাদেশের অন্যতম বৃহৎ পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইয়েবার নেতা ৬১ বছর বয়সী লাকভি ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বাই হামলার মূল পরিকল্পনাকারী ছিলেন বলে জানিয়েছেন ভারতের গোয়েন্দা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এ ঘটনায় করা মামলার অন্যতম প্রধান এই আসামি এর আগে গ্রেফতার করা হলেও ২০১৫ সালে জামিন পান এবং এরপরই লাপাত্তা হয়ে যান। এতদিন তার নাগাল পাওয়া যায়নি।
ভারতের আদালত থেকে জামিন পেয়ে তিনি পাকিস্তানে ফিরে যান উল্লেখ করে সিটিডি বলেছে, ‘পাকিস্তানে লাকভি একটি ওষুধের দোকান চালাতেন এবং জঙ্গিবাদে অর্থায়নের বিষয়টি দেখাশোনা করতেন। ওই ওষুধের দোকানে তার সংগঠনের অন্যান্য সদস্যরাও যাওয়া আসা করতেন। ভবিষ্যতে আবারো হামলার পরিকল্পনার জন্য এতদিন অর্থ সংগ্রহে নিয়োজিত ছিলেন তারা। ওই ওষুধের দোকানটি থেকে নিজের ব্যক্তিগত খরচও নিতেন লাকভি।’
পাকিস্তানভিত্তিক লস্কর-ই-তাইয়েবার এই নেতা জাতিসংঘের ঘোষিত জঙ্গিনেতাদের তালিকায় রয়েছেন বলে বার্তায় উল্লেখ করে সিটিডি জানিয়েছে, জঙ্গিবাদে অর্থায়নের অভিযোগে ইতোমধ্যে পাকিস্তানের একটি থানায় লাকভির বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং লাহোরে অ্যান্টি-টেরোরিজম আদালতে তার বিচার হবে।
সূত্র: এনডিটিভি।
এসএমডব্লিউ/এসএস