প্রধানমন্ত্রীর বাসভবনের টাকা চিকিৎসা খাতে ব্যয়ের দাবি প্রিয়াঙ্কার

ভারতের নতুন সংসদভবন ও প্রধানমন্ত্রীর বাসভবন নির্মাণের জন্য বরাদ্দ করা ১৩ হাজার কোটি রুপি করোনা মোকাবিলায় ব্যায়ের দাবি জানিয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। ভারতের বর্তমান পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর বাসভবনের জন্য এত টাকা বরাদ্দের জন্য ক্ষমতাসীন বিজেপি সরকারকে কটাক্ষও করেছেন তিনি।
সোমবার এক টুইটবার্তায় প্রিয়াঙ্কা গান্ধী বলেন, ‘দেশের মানুষ যখন অক্সিজেন, টিকা, হাসপাতালের শয্যা ও ওষুধ ঘাটতি নিয়ে লড়াই করে চলেছে, তখন ১৩ শ’ কোটি টাকা খরচ করে প্রধানমন্ত্রীর বাড়ি নির্মাণ না করে এই টাকা জনগণের জীবন বাঁচানোর কাজে লাগাতে পারলে ভালো হয়।’
‘বাড়ি বানানোর জন্য অর্থ বরাদ্দের পরিমাণ দেখেই জনগণ বুঝতে পারছে, সরকার কোন পথে পরিচালিত হচ্ছে। সরকারের উচিত স্বাস্থ্য পরিকাঠামো তৈরিতে অর্থ ব্যয় করা।’
ভারতে দিনকে দিন ভয়াবহ রূপ নিচ্ছে করোনা পরিস্থিতি। গত এক মাস ধরে দেশটিতে প্রতিদিন করোনায় আক্রান্ত হচ্ছেন সাড়ে তিন লাখেরও বেশি মানুষ, দৈনিক মৃত্যুর সংখ্যা ছাড়িয়ে যাচ্ছে তিন হাজার।
প্রতিদিন লাগামহীনভাবে বাড়তে থাকা সংক্রমণের জেরে ভয়াবহ চাপে পড়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ। ভারতের মহারাষ্ট্র, দিল্লি, কর্নাটক, উত্তর প্রদেশসহ অনেক রাজ্যের হাসপাতালগুলো শয্যা ও অক্সিজেনের ঘাটতির কারণে নতুন রোগী ভর্তি করা বন্ধ করে দিয়েছে। ভয়াবহ ঘাটতি চলছে করোনা চিকিৎসায় ব্যবহার্য ওষুধ প্যারাসিটামল, জিংক ও ভিটামিন ট্যাবলেটের।
কিন্তু এই পরিস্থিতিতেও চলমান আছে ভিস্তা প্রকল্প— যার আওতায় ২০২০ সাল থেকে দিল্লির ইন্ডিয়া গেটের পাশে নতুন সংসদভবন ও প্রধানমন্ত্রীর বাসভবন তৈরি করা হবে।
এই প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে ১৩ হাজার কোটি রুপি (বাংলাদেশি টাকায় প্রায় ২০ হাজার কোটি টাকা)। ভারতের কেন্দ্রীয় সরকারের সূত্র জানিয়েছে, ২০২২ সালের ডিসেম্বর নাগাদ নতুন সংসদভবন ও প্রধানমন্ত্রীর বাসভবন উদ্বোধন করতে চান নরেন্দ্র মোদি।
এসএমডব্লিউ