বিশ্ব আবহাওয়া পরিস্থিতি : ১৩ জুলাই
দক্ষিণ এশিয়ার দেশগুলোতে গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাত হচ্ছে। বাংলাদেশ, ভারত, নেপালসহ বেশ কয়েকটি দেশে বৃষ্টির কারণে জলাবদ্ধতা, পাহাড়ধসসহ অনেক দুর্ঘটনা ঘটেছে। ভারতের মুম্বাইয়ে দেশটির আবহাওয়া দপ্তর বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে। আজও সেখানে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে পাকিস্তানে উষ্ণ তাপমাত্রা পরিলক্ষিত হচ্ছে। অপরদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে গত কয়েকদিনের মতো উত্তপ্ত তাপমাত্রা বিরাজমান রয়েছে।
ভারত
ভারতের রাজধানী নয়াদিল্লি ও তার আশপাশের এলাকায় আজকের তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা ও তার আশপাশের এলাকায়ও আজ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস।
পাকিস্তান
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ ও তার আশপাশের এলাকায় আজ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস। দেশটির প্রধান বন্দরশহর এবং সিন্ধ প্রদেশের রাজধানী করাচির তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস।
সৌদি আরব
মধ্যপ্রাচ্যের আরব অঞ্চলের বৃহত্তম দেশ সৌদি আরবের রাজধানী রিয়াদের তাপমাত্রা আজ ছিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস। ইসলাম ধর্মাবলম্বীদের জন্য পবিত্র দুই শহর মক্কা ও মদিনার তাপমাত্রা আজ যথাক্রমে ছিল ৩৪ ও ৩৮ ডিগ্রি সেলসিয়াস ছিল।
সংযুক্ত আরব আমিরাত
মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের অন্যতম ধনী দেশ সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে আজ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস। এশিয়ার অন্যতম বাণিজ্য কেন্দ্র দুবাইয়ের তাপমাত্রাও আজ ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস।
কাতার এবং কুয়েত
সৌদি ও আমিরাতের মতো উপসাগরীয় অঞ্চলের ছোটো দেশ কুয়েতের আবহাওয়া আজ বেশ উষ্ণ। কুয়েতের রাজধানী কুয়েত সিটিতে আজ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ ডিগ্রি সেলসিয়াস।
অপরদিকে কাতারের রাজধানী দোহায় আজ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৩ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুন
মালয়েশিয়া ও সিঙ্গাপুর
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের তাপমাত্রা আজ ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস। দেশটির অধিকাংশ অভিবাসী থাকেন কুয়ালালামপুরের আশেপাশে। আর নগররাষ্ট্র সিঙ্গাপুরের রাজধানী সিঙ্গাপুর সিটির তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস।
আরও জেনে নেওয়া যাক আজ শনিবারের বিশ্বের প্রধান প্রধান শহরগুলোর তাপমাত্রা—
- বেইজিং, চীন- ২৪ ডিগ্রি সেলসিয়াস
- বার্লিন, জার্মানি- ১৫ ডিগ্রি সেলসিয়াস
- বুয়েন্স আয়ার্স, আর্জেন্টিনা- ৫ ডিগ্রি সেলসিয়াস
- কায়রো, মিসর- ২৮ ডিগ্রি সেলসিয়াস
- কেপ টাউন, দক্ষিণ আফ্রিকা- ১০ ডিগ্রি সেলসিয়াস
- হংকং- ৩৪ ডিগ্রি সেলসিয়াস
- ইস্তাম্বুল, তুরস্ক- ২৬ ডিগ্রি সেলসিয়াস
- লন্ডন, যুক্তরাজ্য- ১৩ ডিগ্রি সেলসিয়াস
- লস এঞ্জেলেস, যুক্তরাষ্ট্র- ১৯ ডিগ্রি সেলসিয়াস
- মাদ্রিদ, স্পেন- ১৭ ডিগ্রি সেলসিয়াস
- মেক্সিকো সিটি, মেক্সিকো- ১৮ ডিগ্রি সেলসিয়াস
- মস্কো, রাশিয়া- ২৪ ডিগ্রি সেলসিয়াস
- মুম্বাই, ভারত- ২৮ ডিগ্রি সেলসিয়াস
- নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র- ২৫ ডিগ্রি সেলসিয়াস
- প্যারিস, ফ্রান্স- ১৫ ডিগ্রি সেলসিয়াস
- সাও পাওলো, ব্রাজিল- ১৫ ডিগ্রি সেলসিয়াস
- সিডনি, অস্ট্রেলিয়া- ১৭ ডিগ্রি সেলসিয়াস
- টোকিও, জাপান- ৩০ ডিগ্রি সেলসিয়াস
- টরেন্টো, কানাডা- ২১ ডিগ্রি সেলসিয়াস
এমটিআই