ভিডিও: খাবারে মাছ-মাংস না থাকায় বেধড়ক মারপিট, বিয়ে ভেঙে দিলেন বর

বিয়ে বাড়িতে কনের পরিবারের লোকজনের করা খাবারের আয়োজনে আছে পনির, পোলাও ও অন্যান্য বিভিন্ন ধরনের তরকারি। ছিল না মাছ ও মাংস। বরকে দেওয়া হয়েছিল কয়েক লাখ টাকা যৌতুকও। কেবল মাছ আর মাংস ভূরিভোজের আয়োজনে না থাকায় কনেপক্ষের লোকজনকে বেধড়ক মারপিট করেই ক্ষান্ত হয়নি বরপক্ষ। দুই পদের খাবার না থাকায় বিয়েও ভেঙে দিয়েছে বরপক্ষ। অত্যন্ত মর্মান্তিক এই ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে।
দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানিয়ে বলা হয়েছে, বর ও তার আত্মীয়রা এতটাই ক্ষিপ্ত হয়ে ওঠেন যে, তারা কনের পরিবারের সদস্যদের কিলঘুষি ও লাথি মারার পাশাপাশি লাঠি দিয়েও বেধড়ক মারধর করেন।
এমন অপ্রীতিকর ঘটনার পর বিয়ে বাতিল করা হয়। অনুষ্ঠানস্থল ছেড়ে চলে যান বর। এরপর এই ঘটনা গড়ায় থানা-পুলিশ পর্যন্ত। কনের পরিবার পুলিশের কাছে বরপক্ষের লোকজনের বিরুদ্ধে লাঞ্ছনা ও যৌতুকের অভিযোগ দায়ের করেছে।
গত বৃহস্পতিবার উত্তপ্রদেশের দেওরিয়া জেলার আনন্দনগর গ্রামে ঘটেছে এই চাঞ্চল্যকর ঘটনা। সেদিন অভিষেক শর্মা নামের এক তরুণ আনন্দনগরের বাসিন্দা দীনেশ শর্মার মেয়ে সুষমাকে বিয়ে করার জন্য অতিথিদের নিয়ে যান।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সবকিছুই পরিকল্পনা অনুযায়ী ঠিকঠাক চলছিল। এমনকি বর ও কনের মাঝে মালা বিনিময়ের অনুষ্ঠান বরমালাও সম্পন্ন হয়েছিল। সেই সময়ও বরকে বলা হয়েছিল, ভূরিভোজের আয়োজনে কোনও আমিষ খাবার নেই।
‘‘এসময় বর, তার বাবা সুরেন্দ্র শর্মা এবং অন্যরা আমিষ খাবার না থাকায় অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করেন। আমি আপত্তি জানালে অভিষেক শর্মা, সুরেন্দ্র শর্মা, রামপ্রবেশ শর্মা, রাজকুমার এবং অজ্ঞাত কয়েকজন ব্যক্তি আমার পরিবারকে লাঠি দিয়ে মারতে শুরু করেন এবং লাথি ও কিলঘুষি মেরেছেন,’’ পুলিশি অভিযোগে বলেছেন কনের বাবা দীনেশ শর্ম।
এই ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, উভয়পক্ষের লোকজন হাতাহাতি ও পাল্টাপাল্টি কিলঘুষি মারছেন। দুই পরিবারের তর্কবিতর্ক ভয়াবহ আকার ধারণ করে। সেই সময় বিয়ের আসরের চেয়ারও ছুড়ে মারা হয়।
অভিযোগে বলা হয়েছে, বরকে প্রায় ৫ লাখ রুপি যৌতুক হিসেবে দেওয়া হয়েছে। ‘‘যৌতুক হিসাবে একটি গাড়ি কেনার জন্য আমি সুরেন্দ্র শর্মার ছেলে অভিষেক শর্মাকে সাড়ে ৪ লাখ রুপি দিয়েছি। এছাড়া একটি তিলক সেট ও দুটি সোনার আংটি (দাম ২০ হাজার রুপি) দেওয়া হয়েছে,’’ অভিযোগে বলেছেন দীনেশ শর্মা।
সূত্র: এনডিটিভি।
এসএস