উত্তরপ্রদেশে ৮৫ বছর বয়সী বৃদ্ধাকে ধর্ষণের পর হত্যা, গ্রেপ্তার ১

ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে ৮৫ বছর বয়সী এক বৃদ্ধাকে ধর্ষণের পর হত্যা করেছে তার প্রতিবেশী। অভিযুক্ত সেই প্রতিবেশীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজ্যের বেরিলি জেলার হাফিজগঞ্জ শহরে ঘটেছে এই ঘটনা। গ্রেপ্তার ওই ব্যক্তির নাম রাকেশ, বয়স ৩৫ বছর।
বেরিলি জেলা পুলিশের জেষ্ঠ্য সুপারিনটেন্ডেন্ট অনুরাগ আর্য এনডিটিভিকে বলেন, স্বামী এবং ছেলের মৃত্যুর পর নিজের বাড়িতে একাই থাকতেন সেই বৃদ্ধা। তার দেবর, দেবরের স্ত্রী থাকেন পাশের একটি বাড়িতে। বৃদ্ধার পুত্রবধুও থাকেন তাদের সঙ্গে।
অনুরাগ বলেন, “গতকাল সোমবার দুপুর একটার দিকে ওই বৃদ্ধার বাড়িতে যান তার পুত্রবধু। সেখানে গিয়ে ঘরের ভেতর তিনি দেখেন, রাকেশ তার শাশুড়িকে ধর্ষণ করছে। এই দৃশ্য দেখার পর প্রথমে তিনি হতভম্ব হয়ে গিয়েছিলেন, তারপর চিৎকার শুরু করলে রাকেশ সেখান থেকে পালিয়ে যায়।”
রাকেশ পালিয়ে যাওয়ার পর বৃদ্ধার কাছে এসে পুত্রবধু দেখতে পান— মারা গেছেন তার শাশুড়ি।
আনুরাগ জানান, গ্রেপ্তার রাকেশ একজন মদ্যপ এবং ঘটনার সময়ও সে মাতাল অবস্থায় ছিল। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সূত্র : এনডিটিভি
এসএমডব্লিউ