ইসমাইল হানিয়াকে স্মরণ করলেন আল-আকসার ইমাম
গুপ্তহত্যার শিকার হামাস নেতা ইসমাইল হানিয়াকে স্মরণ করেছেন মুসলিমদের তৃতীয় পবিত্র মসজিদ আল-আকসার ইমাম। আজ শুক্রবার (২ আগস্ট) জুমার নামাজের পর হানিয়াকে নিয়ে কথা বলেন ইমাম শেখ একরিমা সাবরি।
তিনি বলেন, “জেরুজালেমের বাসিন্দারা শহীদকে ক্ষমা করার জন্য দোয়া করছেন। আমরা আল্লাহর কাছে অনুরোধ করছি ইসমাইল হানিয়াকে যেন তিনি জান্নাত দান করেন।”
হানিয়াকে নিয়ে দোয়া করায় দখলদার ইসরায়েলের পুলিশ আল-আকসার ইমামের বিরুদ্ধে ‘উস্কানি প্রদানের’ অভিযোগে তদন্ত শুরু করেছে। ইসরায়েলি পুলিশ বলছে তারা তদন্ত করবে সাবরি কোনো ধরনের উস্কানিমূলক কথা বলেছেন কিনা।
জুমার নাজাম আদায় করতে যাওয়া এক মুসল্লিকে আজ গ্রেপ্তার করেছে ইসরায়েলি বাহিনী।
এদিকে কাতারের লুসাইল রয়্যাল কবরস্থানে দাফন করা হয়েছে হামাস প্রধান ইসমাইল হানিয়ার মরদেহ। এর আগে আজ শুক্রবার দেশটির সবচেয়ে বড় মসজিদ ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবে তার জানাজা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন
হানিয়ার জানাজায় উপস্থিত ছিলেন হামাসের উচ্চপদস্থ নেতারা। যার মধ্যে ছিলেন খালিদ মিশালও। তিনি হানিয়ার স্থলাভিষিক্ত হবেন বলে মনে করা হচ্ছে। হামাসের এসব নেতা গতকাল বৃহস্পতিবার দোহা বিমানবন্দরের টার্মাকে হানিয়াকে বহনকারী কফিন গ্রহণ করতে আসেন।
গত বুধবার ইরানের রাজধানী তেহরানে গুপ্তহত্যার শিকান হন ইসমাইল হানিয়া। এর আগের দিন তিনি ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুজ পেজেশকিয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে তেহরানে যান। অনুষ্ঠান শেষে তেহরানের একটি গেস্ট হাউজে উঠেন হানিয়া। সেখানেই আগে থেকে রাখা বোমা বিস্ফোরণে এক দেহরক্ষীসহ নিহত হন তিনি।
গতকাল বৃহস্পতিবার তেহরানে ইসমাইল হানিয়ার প্রথম জানাজা হয়। এতে ইমামতি করেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। জানাজা শেষে তার মরদেহ বহনকারী কফিন তেহরানের রাস্তা প্রদক্ষিণ করে।
সূত্র: টাইমস অব ইসরায়েল
এমটিআই