পশ্চিমবঙ্গে আরও ১১৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৮৪৩১

ভারতের পশ্চিমবঙ্গে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১১৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া একই সময়ে রাজ্যটিতে নতুন করে ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৪৩১ জন। বৃহস্পতিবার (৬ মে) সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতর এই তথ্য জানিয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে মারা যাওয়া ১১৭ জনের মধ্যে উত্তর ২৪ পরগনার ৩৬ জন, কলকাতার ৩৩ জন, দক্ষিণ ২৪ পরগনার ১০ জন রয়েছেন। ৫ জন করে মারা গেছেন জলপাইগুড়ি ও মালদহে। সর্বশেষ এই পরিসংখ্যান নিয়ে রাজ্যে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৯৬৪ জনে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১৮ হাজার ৪৩১ জন। সংক্রমণের শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা এবং কলকাতা। উত্তর ২৪ পরগনায় সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৯২২ এবং কলকাতায় ৩ হাজার ৮৮৭ জন।
পশ্চিমবঙ্গে এখন সক্রিয় মোট করোনা রোগীর সংখ্যা প্রায় ১ লাখ ২৩ হাজার। বুধবারের তুলনায় যা প্রায় এক হাজার বেশি। সংক্রমণের হার ৩০ দশমিক ১২ শতাংশ।
টিএম