দ.কোরিয়ায় বিনোদনপ্রেমী ১০ হাজার উ.কোরীয় শিক্ষার্থীর আত্মসমর্পণ
দক্ষিণ কোরিয়ান নাটক, চলচ্চিত্র ও পপ সঙ্গীত উপভোগ করত এমন ১০ হাজার উত্তর কোরিয়ান শিক্ষার্থী আত্মসমর্পণ করেছে। এ সময় তারা ৫ হাজার ডিভিডি হস্তান্তর করেছে। দেশটিতে ‘প্রতিক্রিয়াশীল বিরোধী চিন্তা’ আইন চাপিয়ে দেওয়ার ৪ মাসের মধ্যে এ ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৫ মে) সিঙ্গাপুরের সংবাদমাধ্যম ‘টুডে’ তাদের প্রতিবেদনে জানিয়েছে, আইনটি গত ডিসেম্বরে বাস্তবায়িত হয় এবং ২৮ এপ্রিল হালনাগাদ করা হয়।
‘টুডে’ জানায়, উত্তর কোরিয়ার কেউ দক্ষিণ কোরিয়ার বিনোদন উপভোগ করলে ‘প্রতিক্রিয়াশীল বিরোধী চিন্তা’ আইনে উচ্চহারে জরিমানা ও কারাদণ্ডের বিধান রয়েছে।
এ আইনকে উত্তর কোরিয়ার গণমাধ্যমের মান বাড়ানো ও দেশকে বহির্বিশ্বের প্রভাবমুক্ত রাখতে কিম জং-উনের যুদ্ধের একটি অংশ বলে অভিহিত করা হয়েছে।
দক্ষিণ কোরিয়া থেকে উত্তর কোরিয়ায় কোনো নিষিদ্ধ জিনিস আমদানি করলে আমদানিকারকের আজীবন কারাবাস করতে হবে। আর আমেরিকা বা জাপান থেকে এমন কিছু আমদানি করলে একনায়কতন্ত্রের দেশটিতে তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড।
সূত্র : মালয় মেইল
এইচকে